পুজোর আগে বড় চমক নিয়ে হাজির হচ্ছে Bajaj, আসছে নতুন Chetak 2903 স্কুটার

Bajaj Auto বিগত ক'মাসে ভারতের ইলেকট্রিক স্কুটার মার্কেটে জমি শক্ত করতে সক্ষম হয়েছে। তাদের Chetak মডেলটি বর্তমানে দেশের...
techgup 27 Aug 2024 2:22 PM IST

Bajaj Auto বিগত ক'মাসে ভারতের ইলেকট্রিক স্কুটার মার্কেটে জমি শক্ত করতে সক্ষম হয়েছে। তাদের Chetak মডেলটি বর্তমানে দেশের তৃতীয় সর্বাধিক বিক্রিত ই-স্কুটার। সংস্থাটি এবার চেতক লাইনআপে একটু নতুন মডেল যুক্ত করবে বলে জানা গিয়েছে, যার নাম Chetak 2903। Ola S1 সিরিজ, ও TVS iQube ই-স্কুটারকে টেক্কা দিতে এটির আগমন ঘটছে।

আপকামিং Chetak 2903 বাজাজের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক স্কুটার Chetak 2901-এর উপরে স্থান পাবে। বর্তমানে এই এন্ট্রি লেভেল মডেল এবং Urbane ভ্যারিয়েন্টের মধ্যে দামের ব্যবধান 22,000 টাকা, ফলে নতুন Chetak 2903 এই গ্যাপ কমাতে সাহায্য করবে। ক্রেতাদের আরও ফিচার্স সমৃদ্ধ বিকল্প তুলে ধরবে নয়া মডেলটি।

চেতকের অন্যান্য ভ্যারিয়েন্টে যেমন ডিজাইন ও স্টাইল রয়েছে, 2903 ভার্সনেও একই লুকস বজায় রাখা হবে। তবে বাজাজ অন্য মডেল থেকে আলাদা করতে নতুন কালার অপশন যোগ করতে পারে। দাম 1.10-1.20 লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হতে পারে। সেপ্টেম্বর বা অক্টোবরে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা যায়।

পারফরম্যান্সের কথা বললে, Bajaj Chetak 2903 আগের 2901 মডেলের মতো 2.9kWh ব্যাটারি পাবে, যা ফুল চার্জে 123 কিলোমিটার রেঞ্জ সরবরাহ করবে। রিয়েল ওয়ার্ল্ডে রেঞ্জ 90-100 কিমির মধ্যে থাকবে। পাওয়ারের জন্য ইলেকট্রিক স্কুটারটিতে 4kW মোটর দেওয়া হবে। এতে সবচেয়ে বড় আপগ্রেড থাকতে পারে ফাস্ট চার্জিং ফিচারে, যা বর্তমান 2901 ভ্যারিয়েন্টে অনুপস্থিত।

Show Full Article
Next Story