পুজোর আগে নতুন দু’চাকা কিনবেন? প্রায় 8000 টাকা দাম কমছে Bajaj Chetak-এর

Bajaj চলতি বছরে গ্রাহকদের জন্য একঝাঁক চমক নিয়ে হাজির হয়েছে। প্রথমে Pulsar 400, তারপর বিশ্বের প্রথম সিএনজি বাইক, Freedom 125 লঞ্চ করেছে তারা। এবার সংস্থার…

Bajaj Chetak Electric Scooter To Get Massive Price Cut Ahead Of Festive Season

Bajaj চলতি বছরে গ্রাহকদের জন্য একঝাঁক চমক নিয়ে হাজির হয়েছে। প্রথমে Pulsar 400, তারপর বিশ্বের প্রথম সিএনজি বাইক, Freedom 125 লঞ্চ করেছে তারা। এবার সংস্থার লক্ষ্য Chetak। বাজাজ’র এই মডেলটি বর্তমানে দেশের তৃতীয় সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটার। জনপ্রিয়তা আরও বাড়াতে চেতকে নতুন ব্যাটারি সেল যোগ করার পাশাপাশি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চের পরিকল্পনা করছে সংস্থা। এবার খুব শীঘ্রই চেতকের দাম কমবে বলে খবর সামনে এসেছে।

Bajaj Chetak ই-স্কুটির Premium এবং Urbane ভ্যারিয়েন্টের দাম উল্লেখযোগ্য হারে কমতে চলেছে। একইসাথে নাম পাল্টে যাচ্ছে। বাজাজ চেতক প্রিমিয়াম এবং আরবানে সংস্করণের নতুন দাম হবে যথাক্রমে 1.15 লক্ষ ও 1.39 লক্ষ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ বৈদ্যুতিক স্কুটারটি 8,000 টাকা সস্তা হয়ে যাচ্ছে। এছাড়া, প্রিমিয়াম মডেলটির নতুন নাম হবে 3201 এবং আরবানে ভ্যারিয়েন্ট বিক্রি হবে 3202 নামে।

খুব শীঘ্রই নতুন দামের বিষয়ে ঘোষণা করতে পারে বাজাজ। এমনিতেই বিগত কয়েক মাসে চেতক’র বিক্রি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। Ola S1 ও TVS iQube-এর পর Chetak বর্তমানে ভারতের থার্ড বেস্ট সেলিং বৈদ্যুতিক স্কুটার। উৎসবের মরসুম শুরু হওয়ার আগে এতটা দাম কমলে সংস্থার শোরুমে যে ভিড় বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, Chetak 2903 নামে একটি নতুন ভ্যারিয়েন্টের উপর কাজ শুরু করেছে বাজাজ। এটি সংস্থার সবচেয়ে সস্তা বৈদ্যুতিক স্কুটার Chetak 2901-এর উপরে স্থান পাবে। এছাড়া, বাজাজ ফ্রিডমের থেকেও সস্তায় সিএনজি বাইক নিয়ে আসতে চলেছে। সংস্থার সিইও রাজীব বাজাজ নিশ্চিত করেছেন, তাদের দ্বিতীয় সিএনজি মোটরসাইকেল শীঘ্রই লঞ্চ হবে।।