বিশ্বের প্রথম CNG বাইক থেকে হাই-টেক ইলেকট্রিক স্কুটার, গাড়ির জগতে ঝড় তুলবে BMW ও Bajaj

প্রতি মাসেই ভারতের টু হুইলারের বাজারে বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন কোম্পানি। জুনে Bajaj Pulsar সিরিজের কয়েকটি আপডেটেড মডেল থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক…

প্রতি মাসেই ভারতের টু হুইলারের বাজারে বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন কোম্পানি। জুনে Bajaj Pulsar সিরিজের কয়েকটি আপডেটেড মডেল থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক স্কুটার বাজারে পা রেখেছে। জুলাইও বাজার কাঁপাতে এমনই বেশ কিছু মডেল হাজির হচ্ছে। BMW ও Bajaj Auto-র সৌজন্যে ভারতীয় টু হুইলারপ্রেমীদের জন্য থাকছে সুখবর। কী শুনবেন? জানতে হলে সামনের মাসে আসন্ন বাইক ও স্কুটারের তালিকাটি দেখে নেওয়া যাক।

Bajaj CNG মোটরসাইকেল

আগামী ৫ জুলাই, ২০২৪ বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে বাজাজ অটো। লঞ্চের সভাস্থলে বাজাজ অটো’র কর্ণধার রাজিব বাজাজ ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নিতিন গডকড়ী। এখনও পর্যন্ত আসন্ন মোটরসাইকেলটির নাম প্রকাশ করা হয়নি।

অনুমান করা হচ্ছে, বাজাজ তাদের আসন্ন এই সিএনজি মোটরসাইকেলে একটি ১০০-১৫০ সিসি পেট্রল বাইকের সমান ক্ষমতা দেবে। এতে ডুয়েল ফুয়েল ট্যাঙ্ক থাকবে বলেই অনুমান। অর্থাৎ একটি সিএনজি এবং একটি পেট্রোল ট্যাঙ্ক। সেক্ষেত্রে সিএনজি ও পেট্রোল, দুই ধরনের জ্বালানিতেই চলতে সক্ষম হবে বাইকটি। টিজার ছবিতে মডেলটির একটি ফ্ল্যাট সিট এবং সিএনজি ট্যাঙ্ক লিডের দেখা মিলেছিল। বাজাজের দাবি, একটি পেট্রোল চালিত টু হুইলারের তুলনায় এতে চলাচলের খরচ ৫০% কম পড়বে।

BMW CE 04 ইলেকট্রিক স্কুটার

BMW Motorrad আগামী ২৪ জুলাই তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে। মডেলটির নাম BMW CE 04। সংস্থার দাবি, প্রতি ঘন্টায় এটি ১২০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। আবার ০-৫০ কিমি/ঘন্টার গতি ২.৬ সেকেন্ডে ওঠাবে। ফুল চার্জে এটি ১২৯ কিলোমিটার রেঞ্জ দেবে বলে জানিয়েছে কোম্পানি। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘণ্টা ২০ মিনিট সময় নেবে। যদি ফাস্ট চার্জার দ্বারা চার্জ করা হয়, সে ক্ষেত্রে সময় লাগবে ১ ঘন্টা ৪০ মিনিট।