Bajaj CNG Bike To Launch On July 17

Bajaj CNG Bike: ফাঁস হল দিনক্ষণ, বাজাজ এই তারিখে লঞ্চ করবে বিশ্বের প্রথম সিএনজি বাইক

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৭ জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে পারে বাজাজ (Bajaj) কোম্পানির প্রথম সিএনজি বাইক। বিশ্বের প্রথম সিএনজি চালিত এই মোটরসাইকেল জুন মাসে লঞ্চ হবে বলে জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু চূড়ান্ত পর্যায়ে লঞ্চের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হল বলে একটি অটো পোর্টালের রিপোর্ট থেকে জানা গিয়েছে। যদিও সিএনজি বাইকটির লঞ্চে এই বিলম্ব হওয়ার বিষয়ে যদিও মুখ খোলেনি বাজাজ।

Bajaj CNG বাইক লঞ্চ হতে পারে আগামী ১৭ জুলাই

ভারতের বাজারে লঞ্চ হতে চলা বাজাজের এই মোটরসাইকেলটি সিএনজি এবং পেট্রোল, উভয় প্রকার জ্বালানিতেই চলতে পারবে। বাইকটির ব্লুপ্রিন্টে দেখা গেছে, এতে সিএনজি ট্যাঙ্ক প্রতিস্থাপনের জন্য সুপরিকল্পিত উপায়ে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের বৈশিষ্ট্য এখনও রহস্যাবৃত।

জল্পনা শোনা যাচ্ছে, বাজাজের সিএনজি বাইকে ব্যবহার করা হতে পারে একটি ১২৫ সিসি কমিউটার ইঞ্জিন। পাওয়ারট্রেন প্রসঙ্গে কোন তথ্য প্রকাশ্যে না আসার কারণে এর আউটপুট কত হবে, তা এখনই বলা সম্ভব নয়। অনুমান করা হচ্ছে, ৫-ধাপ গিয়ার সমেত লঞ্চ হবে এই বাইক।

বাজাজের সিএনজি বাইকটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। একটি শহরাঞ্চলে ব্যবহারের জন্য এবং অপরটি মেঠো-পাথুরে পথ পাড়ি দেওয়ার জন্য উপযুক্ত মডেল হিসেবে আসবে। এতে থাকবে সাম্প গার্ড, নাকেল গার্ড এবং হ্যান্ডেলবার ব্রেস। লঞ্চের পর বাইকটি বাজারে কতটা দাগ কাটতে পারবে, তা বোঝা যাবে। অনুমান করা হচ্ছে, দাম ৮০,০০০ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হতে পারে।