দেশের সবচেয়ে সস্তা 125cc টু-হুইলার Bajaj CT 125X এর প্রায় সমান দামে পেয়ে যাবেন এই বাইক ও স্কুটারগুলি

১২৫ সিসির বাইকগুলির চাহিদা আমাদের দেশে সব সময়ই অনেক বেশি। আর এই চাহিদাকে কাজে লাগিয়েই বেশিরভাগ দুই চাকা নির্মাতার ঝুলিতে রয়েছে দুটি একটি ১২৫ সিসির মডেল। সম্প্রতি ভারতীয় মোটরবাইক নির্মাতা বাজাজ এই সেগমেন্টে তাদের নতুন মডেল CT 125X লঞ্চ করেছে। দিল্লির বুকে এর এক্স শোরুম মূল্য ৭১,৩৫৪ টাকা। তবে এর নির্ধারিত মূল্যটি যথার্থভাবেই প্রতিদ্বন্দ্বীদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাজাজ CT 125X এর প্রায় সমমূল্যে এদেশে পাওয়া সেরা ৫ টি টু-হুইলার।

Hero Super Splendor (৭৭,৫০০ টাকা)

আপনি যদি ৬,০০০ টাকা অতিরিক্ত খরচ করতে চান সেক্ষেত্রে হিরো সুপার স্প্লেন্ডার হল বাজাজের এই বাইকটির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। এতে রয়েছে ক্লাসিক ডিজাইনের সঙ্গে শক্তিশালী ১২৫ সিসির ইঞ্জিন। উপরন্তু হিরোর পেটেন্ট i3s প্রযুক্তি একে বানিয়েছে অনন্য। সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ও ফ্রন্ট ডিস্ক এর মত আধুনিক বন্দোবস্ত রয়েছে এতে।

TVS Jupiter (৬৯,৫৭১ টাকা)

বাইক চালাতে আপনার কি অসুবিধা হয়? তবে চিন্তা নেই সেক্ষেত্রে প্রতিদিনের চলাফেরার জন্য যথার্থ হয়ে উঠতে পারে টিভিএস জুপিটার। এমনকি এই স্কুটারের মাইলেজও চিত্তাকর্ষক। ৬৪কিমি/লিটার। দামের রেঞ্জ ৬৯,০০০ টাকা – ৮০,৩১৬ টাকা। এলইডি হেডলাইট, ডিস্ক ব্রেক, ব্লুটুথ সংযোজন সহ প্রায় সমস্ত ধরনের আধুনিক বৈশিষ্ট্য এতে উপলব্ধ।

Hero Electric Optima Dual Battery (৭৭,৪৯০ টাকা)

এই দামের মধ্যে যদি আপনি পরিবেশবান্ধব স্কুটার চান সেক্ষেত্রে হিরো ইলেকট্রিক অপটিমা অন্যতম ভালো অপশন। মাত্র ৬ হাজার টাকা বেশি দিয়ে আপনি পেয়ে যাবেন জ্বালানি সাশ্রয়ী এক যানবাহন। কোম্পানির দাবি অনুযায়ী এর টপ স্পিড ঘন্টায় ৪৫ কিমি। একবার সম্পূর্ণ চার্জে স্কুটারটি ১৪০ কিমি পথ পাড়ি দিতে সক্ষম।

Honda Dio Sports DLX (৭৩,৩১৭ টাকা)

ভারতবর্ষের অপেক্ষাকৃত যুবক সম্প্রদায়কে আকর্ষিত করার লক্ষ্যেই হোন্ডার এই স্পোর্টি ডিজাইনের স্কুটারটি লঞ্চ করা হয়েছিল। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে অনেক ধরনের মডার্ন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে Honda Dio তে। আর সাথে রয়েছে হোন্ডার বিশ্বস্ততা।

Hero Destini 125 LX (৭৫,৮০০ টাকা)

১২৫ সিসি ইঞ্জিন সমৃদ্ধ অন্যতম শক্তিশালী স্কুটার হল হিরো ডেস্টিনি। সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডলাইট, ব্লুটুথ কানেকশন সহ আরো বিভিন্ন ধরনের আধুনিক বৈশিষ্ট্য রয়েছে এতে।