Bajaj এর জোড়া চমক, Triumph এর সঙ্গে জুটি বেঁধে দু’টি মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে

একথা আর গোপন নেই যে বাজাজ-ট্রায়াম্ফ (Bajaj-Triumph) যৌথ উদ্যোগে ভারত এবং আন্তর্জাতিক বাজারের জন্য নতুন রেঞ্জের মোটরসাইকেল তৈরি করছে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে বাজাজ অটো (Bajaj Auto)-র সিইও রাজীব বাজাজ নিশ্চিত করেছেন যে দুই সংস্থার যৌথ অংশীদারিত্বের আওতায় প্রথম মোটরসাইকেলটি জুনে বিশ্ববাজারে লঞ্চ হবে। তাঁর কথায়, “২৭ জুন লন্ডনে প্রথম আত্মপ্রকাশ করবে বাইকটি।”

Bajaj-Triumph এদেশে একের অধিক মোটরসাইকেল একের অধিক মোটরসাইকেল আনছে

রাজীব বাজাজ আরও বলেন, বাজাজ-ট্রায়াম্ফের প্রথম মোটরসাইকেলটি ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হবে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, তিনি বলেছেন উক্ত সময়ে একের অধিক মোটরসাইকেল লঞ্চ করতে চলেছেন তাঁরা।

Bajaj-Triumph-এর আসন্ন মোটরসাইকেলগুলির ডিজাইন ও ইঞ্জিন

বাজাজ-ট্রায়াম্ফের প্রথম মোটরসাইকেলটি হবে স্ক্র্যাম্বলার । যেটি ভারতের রাস্তায় টেস্টিং চলাকালীন ইতিমধ্যেই একাধিকবার দর্শন দিয়েছে। আসন্ন মডেলটি Triumph Bonneville পরিবারের মোটরসাইকেলের থেকে স্টাইলিং ধার করবে। একটি নিও-রেট্রো ডিজাইন এবং অত্যাধুনিক সরঞ্জাম সহ হাজির হবে বাইকটি।

এতে দেওয়া হয়েছে একটি আরামদায়ক রাইডিং পজিশন, সিঙ্গেল এগজস্ট এক্সিস্ট, পিলিয়নের জন্য রিয়ার গ্র্যাব হ্যান্ডেল, এটি সিঙ্গেল পিস সিট এবং বার এন্ড মিরর। এছাড়া উপস্থিত একটি রেট্রার স্টাইলের হেডলাইট, সাধারণ ফুয়েল ট্যাঙ্ক এবং উন্মুক্ত ফ্রেম। আর দ্বিতীয় মোটরসাইকেলটি হবে একটি নিও-রেট্রো স্ট্রিট বাইক। যা Triumph-এর স্ট্রিট লাইনআপ থেকে অনুপ্রাণিত।

বাইকটিতে থাকছে ইউএসডি ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক, উভয় চাকায় ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস, অ্যালয় হুইল, গোলাকৃতি হেডল্যাম্প ও আরও অন্যান্য বৈশিষ্ট্য। এগিয়ে চলার শক্তি যোগাতে মোটরসাইকেল দুটিতে দেওয়া হচ্ছে একটি ৩০০ থেকে ৪০০ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৩৫-৪০ বিএইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন হবে। পারফরম্যান্সের দিক থেকে এটি KTM 390 Adventure-এর সমগোত্রীয় হবে। স্ক্র্যাম্বলার মডেলটির সামনে ও পেছনে থাকছে যথাক্রমে ১৯ ও ১৭ ইঞ্চি হুইল।