সুপার-ডুপার মাইলেজ, CNG চালিত প্যাসেঞ্জার ও কার্গো অটো লঞ্চ করল Baxy, বিনোদনের জন্য মিউজিক সিস্টেমও আছে

পরিবেশবান্ধব বিকল্প জ্বালানির মধ্যে সিএনজি (CNG) যেমন সাশ্রয়ী, আবার এ থেকে জীবাশ্ম জ্বালানির তুলনায় মাইলেজও বেশি মেলে। তাই বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গাড়িগুলি ইদানিং সিএনজি অবতারে…

পরিবেশবান্ধব বিকল্প জ্বালানির মধ্যে সিএনজি (CNG) যেমন সাশ্রয়ী, আবার এ থেকে জীবাশ্ম জ্বালানির তুলনায় মাইলেজও বেশি মেলে। তাই বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গাড়িগুলি ইদানিং সিএনজি অবতারে আনার প্রবণতা দেখা যাচ্ছে। তেমনই এবারে ভারতীয় থ্রি-হুইলার নির্মাতা ব্যাক্সি (Baxy) একসাথে একজোড়া স্ট্রং সিএনজি পরিচালিত অটো লঞ্চ করেছে। মডেল দুটি হল – সুপার কিং কার্গো (Super King Cargo) এবং এক্সপ্রেস প্যাসেঞ্জার (Express Passenger)। প্রথমটি মালপথ পরিবহণে এবং দ্বিতীয়টি যাত্রী পরিবহণে ব্যবহার্য। সংস্থাটি জানিয়েছে, তাদের রুরকির কারখানায় নির্মিত গাড়িগুলি এদেশে তাদের ৭৫টি ডিলারশিপ থেকে কেনা যাবে। আসুন নবাগত সিএনজি থ্রি-হুইলার দুটির বিস্তারিত স্পেসিফিকেশন জেনে নিই।

Baxy Super King CNG Cargo

নতুন সুপার কিং কার্গোতে রয়েছে বৃহৎ ৬.৫ লিটার কার্গো ট্রে। যা উক্ত সেগমেন্টে বৃহত্তম বলে দাবি করেছে ব্যাক্সি। ফলে অনেক মালপত্র বোঝাই করা সহজ হবে এতে। আবার যে কোনো প্রকার রাস্তায় চলাচলের উপযুক্ত গাড়িগুলি পারফরম্যান্স এবং বিশ্বাসযোগ্যতায় এগিয়ে। রক্ষণাবেক্ষণের খরচও কম বলে জানিয়েছে সংস্থা। এতে উপস্থিত Baxy M-Tec G400 WG VI Bi-Fuel সিএনজি ৩৯৬ সিসি ইঞ্জিন। যা থেকে ৩৪০০ আরপিএম গতিতে ৮.৭১ এইচপি শক্তি এবং ২০০০ থেকে ২৪০০ আরপিএম গতিতে ২২ এনএম টর্ক উৎপন্ন হবে।

সংস্থার দাবি, ১ কেজি সিএনজিতে Super King Cargo ৩২ কিমি পথ অতিক্রম করতে সক্ষম। এর ভারোত্তোলন ক্ষমতা ৪৭৫ কেজি। ২৪২০ মিমি হুইলবেস সহ গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬৫ কিমি। গ্রাহকদের জন্য সন্তোষজনক বিষয় হল, ব্যাক্সি এতে চার বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এটি সিঙ্গেল সিলিন্ডার (৪০ লিটার) এবং ডবল সিলিন্ডার (৩০+৩০ লিটার) বিকল্পে নিজেদের সুবিধামতো বেছে নিতে পারবেন ক্রেতারা। বাজারে গাড়িটির দাম ৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

Baxy Express CNG Passenger

চালক বাদে তিনজন যাত্রী পরিবহণে উপযুক্ত Express CNG Passenger-র ভারোত্তোলন ক্ষমতা ৪৫০ কেজি। বাজারে যেখানে বেশিরভাগ তিন চাকার সিএনজি যাত্রী গাড়ি ২০০-৩০০ সিসি ইঞ্জিনে উপলব্ধ, সেখানে Baxy Express Passenger-এ দেওয়া হয়েছে ৩৯৬ সিসি মোটর। ফলে আরও বেশি শক্তি উৎপন্ন হবে। Super King-এর মতো এতেও রয়েছে Baxy M-Tec G400 WG VI Bi-Fuel সিএনজি ৩৯৬ সিসি ইঞ্জিন। ১ কেজি সিএনজিতে এর মাইলেজ ৩২-৩৪ কিমি। সংস্থার দাবি, বেশি পারফরম্যান্স এবং জ্বালানি সাশ্রয়কারী গাড়িটির রক্ষণাবেক্ষণের খরচ কম।

Baxy Express CNG-র হুইলবেস ১৯১০ মিমি, উচ্চতা ১৭৮০ মিমি, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৫ মিমি। হাইড্রোলিক ড্রাম ব্রেক যুক্ত গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ৯ লিটার। কেবিনের স্টাইলিশ ড্যাশবোর্ডে মিউজিক সিস্টেম রাখার বন্দোবস্ত রয়েছে। তিনটি ভিন্ন রঙে বেছে নেওয়া যাবে গাড়িটি। এতেও চার বছরের ওয়ারেন্টি অফার করছে ব্যাক্সি। Express Passenger-এর মূল্য ২.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।