Benelli TRK 552X: চড়লে আলাদাই ফিল আসবে! ঝড় তুলে ধাসু বাইক নিয়ে হাজির বেনেলি

প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পেতে বহু বাইকার তল্পিতল্পা গুটিয়ে দূরপাল্লার ভ্রমণে বেরিয়ে পরছেন। হালফিলে রাইডারদের মধ্যে এমন প্রবণতা বেড়েই চলেছে। যা দেখে আন্তর্জাতিক বাজারে একটি…

প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পেতে বহু বাইকার তল্পিতল্পা গুটিয়ে দূরপাল্লার ভ্রমণে বেরিয়ে পরছেন। হালফিলে রাইডারদের মধ্যে এমন প্রবণতা বেড়েই চলেছে। যা দেখে আন্তর্জাতিক বাজারে একটি নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার উন্মোচিত করল বেনেলি। যার নাম Benelli TRK 552X। এটি TRK 502X-এর রিপ্লেসমেন্ট হিসাবে এসেছে। ভারতে বাইকটি লঞ্চের হওয়ার বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি বেনেলি। তবে অনুমান করা হচ্ছে, এ বছরের শেষের দিকে এটি এদেশের বাজারে পা রাখবে।

Benelli TRK 552X আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করল

ডিজাইনের প্রসঙ্গে বললে, TRK 502X-এর থেকেও নতুন Benelli TRK 552X দেখতে অধিক আধুনিক। এতে দেওয়া হয়েছে একটি নতুন ডিজাইনের এলইডি হেড ল্যাম্প। যেখানে বর্তমান মডেলে পুরনো দিনের মতো হ্যালোজেন আলো ব্যবহার হয়। উইন্ডশিল্ড আরও বড় হওয়ায় বাতাসের ধাক্কা আরও ভালোভাবে প্রতিরোধ করতে পারবে। তাছাড়া, ফ্রন্ট বিকের মতো দেখতে সামনের মাডগার্ড লম্বায় বেশি। তাই বলা যায়, TRK 502X-এর তুলনায় Benelli TRK 552X-এর রোড প্রেজেন্স বেশি।

হাই-পারফরম্যান্সের জন্য Benelli TRK 552X-তে ৫৫২ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি থেকে সর্বোচ্চ ৬০ বিএইচপি ক্ষমতা ও ৫৫ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে থাকছে সিক্স স্পিড গিয়ারবক্স। সামনে দেওয়া হয়েছে ১৯ ইঞ্চি ও পেছনে ১৭ ইঞ্চি হুইল। ফ্রন্টে ১৯ ইঞ্চি হুইলের অর্থ এটি হার্ডকোর অফ-রোড মডেল নয়। বরঞ্চ বলা ভালো এটি একটি সফ্ট-রোডার বাইক।

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, Benelli TRK 552X-এর দৈহিক ওজন ২৪৬ কেজি এবং ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দু’চাকায় ডিস্ক ব্রেক থাকছে। ডুয়েল চ্যানেল এবিএস অফার করা হয়েছে এতে। গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি ইত্যাদি।