Benling লঞ্চ করল বিশাল মজবুত ইলেকট্রিক স্কুটার, প্রায় 250 কেজি ওজন নিতে সক্ষম, ফুল চার্জে 120 কিমি

দেশের দু’চাকা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম পরিচিত নাম হল Benling। গুরুগ্রামের ব্র্যান্ডটি ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল এক নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। নয়া মডেলটির নাম Believe। নির্মাতার দাবি, স্কুটারটির সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছে তারা। Believe এর দাম রাখা হয়েছে ৯৭,২৫০ টাকা।

Benling Believe মিলবে ছয়টি রঙে – ম্যাজিক গ্রে, পার্পেল, ব্ল্যাক, ব্লু, ইয়েলো, এবং হোয়াইট। ইতিমধ্যেই মডেলটির ৩,০০০ ইউনিট রোল আউটের প্রস্তুত। বাকি ৯,০০০ আগামী নভেম্বরের মধ্যে কারখানায় রেডি হয়ে যাবে  বিলিভে দু’ধরনের রাইডিং মোড আছে। তার উপর নির্ভর করবে রেঞ্জ যেমন এক চার্জে ইকো মোডে ১২০ কিলোমিটার চলতে পারবে। আবার একটু বেশি স্পিড অর্থাৎ স্পোর্ট মোডে রেঞ্জ মিলবে ৭০-৭৫ কিলোমিটারের মধ্যে।

বেনলিং তাদের এই নতুন ই-স্কুটারে রিমুভেবল লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করেছে। যা মাইক্রো চার্জার এবং অটো কাট অফ সিস্টেম-সহ এসেছে। পুরো চার্জ হতে চার ঘন্টা সময় নেবে। এতে ৩.২ কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ওয়াটারপ্রুফ বিএলডিসি মোটর আছে‌‌। টপ স্পিড ৭৫ কিলোমিটার/ঘন্টা ও ৫.৫ সেকেন্ডে শূন্য থেকে ৪০ কেএমপিএএইচ গতি তোলা যাবে। স্কুটারটি সর্বোচ্চ ২৪৮ কেজি লোড নিতে সক্ষম।

বেনলিং বিলিভের ফিচারগুলির তালিকায় রয়েছে একাধিক স্পিড মোড, রিয়েল টাইম ট্রাকিং, মোবাইল চার্জিং, রিজেনারেটিভ ব্রেকিং, মোবাইল অ্যাপ, ডিস্ক ব্রেক (উভয় চাকায়) কানেক্টিভিটি, পার্ক-অ্যাসিস্ট ফাংশন, কীলেস স্টার্ট, প্রভৃতি। উল্লেখ্য, এখন দেশজুড়ে ৩৫০ টাচপয়েন্ট আছে বেনলিংয়ের। যেগুলি ২২টি রাজ্যের ১৬০টি শহরে অবস্থিত। বিলিভ মডেল সংস্থার সমস্ত ডিলারশিপে উপলব্ধ হবে।