Categories: Automobile

ঘরে ঘরে EV পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাল্টি ব্র্যান্ড ইলেকট্রিক ভেহিকেল শোরুম খুলল BLive

ভারতের মাল্টি ব্র্যান্ড ইলেকট্রিক ভেহিকেল স্টোর বিলাইভ (Blive) মহারাষ্ট্রের জলগাঁওতে তাদের নতুন শোরুম লঞ্চের ঘোষণা করল। যার নামকরণ করা হয়েছে – ইকো পয়েন্ট (Eco Point)। নতুন ইভি স্টোর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন স্টোরের মালিকবর্গ, অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। এখান থেকে একই ছাদের তলায় একাধিক ব্যান্ডের বিভিন্ন টু-হুইলার বিক্রি করা হবে। প্রতিটি বাড়িতে বৈদ্যুতিক যানবাহন পৌঁছে দেওয়ার যে লক্ষ্য স্থির করেছিল সংস্থা, নতুন স্টোরের উদ্বোধন তারই অংশ।

এই এক্সক্লুসিভ আউটলেট থেকে ক্রেতারা ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কিত হরেক পরিষেবা পাবেন। যেমন, বিভিন্ন ব্র্যান্ডের নতুন ই-স্কুটার বা বাইকের মডেল কেনা, রোডসাইড অ্যাসিস্টেন্স, বর্ধিত ওয়ারেন্টি, ইভি বিশেষজ্ঞদের প্রয়োজনীয় মতামত, সহজ ফিনান্সিং বিকল্প, বিক্রির পরবর্তী পরিষেবা সহ নানাবিধ সুবিধা মিলবে একই ছাদের তলায়। আবার ক্রেতাদের পরিবেশবান্ধব যানবাহনের প্রতি আকৃষ্ট করতে পেট্রল চালিত টু-হুইলার বদলে ইলেকট্রিক স্কুটার ও বাইক কেনার সুবিধা দেয় এই মাল্টি ব্র্যান্ড ইভি স্টোর।

নতুন স্টোর উদ্বোধনের প্রসঙ্গে বিলাইভ-এর সিইও এবং সহ প্রতিষ্ঠাতা সামর্থ্য খোলকার বলেন, “জলগাঁওতে নতুন স্টোর লঞ্চ করতে পেরে আমরা সত্যিই উৎফুল্ল। আমরা ইতিমধ্যেই ওই এলাকার ক্রেতাদের থেকে প্রতিক্রিয়া পেতে শুরু করেছি। বর্তমান দিনের উপভোক্তারা পরিবেশ সম্পর্কে বেশ সচেতন। তাই পরিবেশবান্ধব যানবাহনকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন। পরিবেশের প্রতি সহায়ক এবং কম খরচের কারণে অনেকেই ইলেকট্রিক টু-হুইলার কিনছেন।”

খোলকার যোগ করেন, “নতুন লঞ্চ হওয়া স্টোরটি এলাকার জনগণের, বৈদ্যুতিক যানবাহন গ্রহণ সহজ করে তুলবে এবং আমাদের বিশেষজ্ঞ, অভিজ্ঞতা ও উচ্চ পরিষেবা ক্রেতাদের সুবিধা দেবে বলে আমরা আত্মবিশ্বাসী। আমাদের স্টোর থেকে বিভিন্ন ব্র্যান্ডের টু-হুইলার কেনার সুবিধা থাকার কারণে ব্যক্তি এবং ব্যবসায়ীরা আকৃষ্ট হবেন। পরবর্তীতে ভারতে আমাদের উপস্থিতি আরও দৃঢ় করার কাজ চালিয়ে যাব।”

প্রসঙ্গত, প্রথম ডিজিটাল মাল্টি ব্র্যান্ড ইভি স্টোর বিলাইভ-এর বর্তমানে ১৯টি শোরুম রয়েছে। ২০২৪-এর মধ্যে স্টোরের সংখ্যা ১০০ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে সংস্থাটি। শীঘ্রই নতুন নতুন শহরে তারা নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করবে। কার্বন মুক্ত দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ গড়ে তোলা যায়।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

1 hour ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

1 hour ago

Airtel: বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের

Airtel উত্তর-পূর্ব ভারতের প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।…

2 hours ago

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

2 hours ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

3 hours ago