Royal Enfield Himalayan ফেল এর সামনে, অসামান্য ইঞ্জিনে পাহাড়-জঙ্গলের বুক চিরে ছুটবে

বিএমডাব্লিউ মোটোর‍্যাড (BMW Motorrad) ভারতে তাদের বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, F 900 GS লঞ্চের প্রস্তুতি শুরু করে দিল। জার্মান অটোমোবাইল ব্র্যান্ডটি শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়ে…

Bmw F 900 Gt Teased India Launch Soon

বিএমডাব্লিউ মোটোর‍্যাড (BMW Motorrad) ভারতে তাদের বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, F 900 GS লঞ্চের প্রস্তুতি শুরু করে দিল। জার্মান অটোমোবাইল ব্র্যান্ডটি শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে টিজার প্রকাশ শুরু করেছে। BMW F 900 GS ভারত সহ বিভিন্ন দেশে F 850 GS মডেলটির জায়গা নেবে।

জানিয়ে রাখি, BMW কয়েক মাস আগে ভারতে R 1300 GS লঞ্চ করেছিল। বাইকটির রেসপন্স খুব ভাল এসেছে। ফলে মিডলওয়েট অ্যাডভেঞ্চার সেগমেন্টে বাইকারদের চাহিদা পূরণ করতে নতুন F 900 GS নিয়ে হাজির হচ্ছে সংস্থা। মোটরসাইকেলটির সামগ্রিক স্টাইলিং কিছুটা টোন ডাউন করা। সামনের লম্বা বিকটি তুলে দিয়ে ফরোয়ার্ড উইন্ডস্ক্রিন লাগানো হয়েছে। সাব ফ্রেম উন্মোচিত থাকার কারণে রাগেড লুকস এসেছে।

কোম্পানির ইঞ্জিনিয়াররা BMW F 900 GS মডেলে আরও পাওয়ার যোগ করেছে। প্যারালাল টুইন সেই ইঞ্জিন থেকে 8500 আরপিএম গতিতে 105 বিএইচপি ক্ষমতা ও 6750 আরপিএমে 93 এনএম টর্ক উৎপন্ন করবে। পাওয়ার বাম্পের জন্য ইঞ্জিন ম্যাপিংয়েও পরিবর্তন করা হয়েছে। ফিচার্সের কথা বললে, এই বাইকে টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইট, কীলেস ইগনিশন, ট্র্যাকশন কন্ট্রোল, ও একাধিক রাইডিং মোড মিলবে।

BMW F 900 GS-এর সবচেয়ে বড় পরিবর্তন ওজনে। আউটগোয়িং মডেলের তুলনায় প্রায় 15 কেজি হালকা। ফুটপেগ একটু নিচুতে নামিয়ে হ্যান্ডেলবার রাইডারের কাছাকাছি রাখা হয়েছে। ফলে অফ-রোড কন্ডিশনে বাইকটি আরও ফ্রেন্ডলি হয়ে উঠবে। এটি সেপ্টেম্বরের মধ্যেই ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। দাম 13 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হওয়ার সম্ভাবনা।