200 কিমির বেশি টপ স্পিড, বিশাল চেহারার বাইক লঞ্চ করে ভারতে সাড়া ফেলল BMW Motorrad

গতকাল K 1600 সিরিজের তিন মোটরসাইকেলের পাশাপাশি R 1250 RT নামে এক ট্যুরিং বাইক ভারতে লঞ্চ করেছে BMW Motorrad। যার দাম রাখা হয়েছে ২৩.৯৫ লাখ টাকা। অর্থাৎ দেশীয় বাজারে বিক্রিত মাঝারি আকারের একাধিক এসইউভির চেয়েও দামী এটি। BMW R 1250 RT মূলত লং ডিসট্যান্স জার্নির কথা মাথায় রেখে ডিজাইন করা  বিশাল চেহারা বং শিফ্টক্যাম প্রযুক্তি-সহ বক্সার ইঞ্জিন ট্যুরিং বাইকটির অন্যতম ইউএসপি।

মোটরসাইকেলটি ১২৫৪ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত। কয়েক বছর আগে এ দেশে বিক্রিত মডেলটির সাথে নয়া অবতারে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যায়। বক্সার ইঞ্জিনটি এখন ৭,৭৫০ আরপিএম গতিতে ১৩৬ এইচপি ক্ষমতা ও ৬,২৫০ আরপিএমে ১৪৩ এনএম টর্ক উৎপন্ন করে। সিক্স-স্পিড গিয়ারবক্স-সহ অ্যাসিস্ট ও স্লিপার ক্ল্যাচ রয়েছে এতে। ঘন্টা প্রতি ২০০ কিলোমিটারের বেশি গতি তুলতে সক্ষম এটি। রাইড মোড তিনটি – ইকো, রেন, ও রোড।

লম্বা দূরত্ব সফর করার জন্য বাইকটিতে লাগেজ র‍্যাক, পেনিয়ার কেস, হিটেড গ্রিপ ও সিট, ১২ ভোল্ট সকেট, এবং অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন রয়েছে। আবার ক্ল্যাচ, ব্রেক, ও গিয়ার লিভার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অ্যাডজাস্ট করা সম্ভব  সাইলেন্সারের শব্দ পছন্দ না হলে তা বদলানোর অপশনও দেওয়া হয়েছে। BMW R 1250 RT এর বিশাল ১০.২৫ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে ব্লুটুথ কানেক্টিভিটি সমর্থন করে।

বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে ফুল এলইডি লাইটিং, ডায়নামিক ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস প্রো, অটোমেটিক ব্রেকিং, হিল অ্যাসিস্ট স্টার্ট।।এছাড়া, অ্যাডাপ্টিভ হেডলাইট, রাডার-সহ ক্রুজ কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম অপশনাল। সবশেষে BMW R 1250 RT এর ট্যাঙ্কিতে ২৫ লিটার পর্যন্ত তেল ভরা যাবে৷ যা লং রাইডের জন্য অত্যন্ত জরুরী।