চরম অস্বস্তিতে পঞ্জাব সরকার, ঘোষণার 1 দিন পরেই BMW রাজ্যে কারখানা গড়ার দাবি খারিজ করল

বিদেশ থেকে বিনিয়োগ টানার লক্ষ্যে সম্প্রতি জার্মানি সফরে গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান (Bhagwant Singh Mann)‌‌। গতকাল সরকারের তরফে জানানো হয়, সে রাজ্যে গাড়ির যন্ত্রাংশ নির্মাণের কারখানা স্থাপনে সায় দিয়েছে প্রখ্যাত গাড়ি নির্মাতা বিএমডব্লিউ। যদিও সেই দাবি খারিজ করে অটোমোবাইল জায়ান্টটি বলেছে, সেখানে অতিরিক্ত ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি নির্মাণের কোনও পরিকল্পনা তাদের নেই।

এ দিন মিউনিখে বিএমডব্লিউ-র সদর দপ্তর পরিদর্শনে গিয়ে ভগবন্ত সিং মান এবং তাঁর প্রতিনিধিদের সঙ্গে সংস্থাটির কর্মকর্তাদের সাথে তাঁর বৈঠক হয়। তারপরেই পঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টির মুখ্য প্রবক্তা বলেন, বিএমডব্লিউ রাজ্যে গাড়ির যন্ত্রপাতি নির্মাণের কারখানা তৈরির প্রস্তাব দিয়েছে। এবং সরকার তাতে রাজী হয়েছে। যদিও খবরটি প্রকাশ্যে আসতেই সংস্থাটির তরফে এ কথা অস্বীকার করা হয়েছে।

বিএমডব্লিউ গোষ্ঠী স্পষ্টত জানিয়েছে, চেন্নাইতে তাদের প্রোডাকশন প্ল্যান্ট, পুণেতে পার্টসের ওয়্যারহাউস, গুঁরগাও এনসিআরে প্রশিক্ষণ কেন্দ্র, এবং মহানগর জুড়ে সু-বিকশিত ডিলার নেটওয়ার্ক-সহ ভারতে ব্যবসার জন্য দৃঢ প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু পঞ্জাবে যন্ত্রাংশের কারখানা গড়ে তোলার কোনও পরিকল্পনাই গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে পঞ্জাবে অনুষ্ঠিত হতে চলা ‘প্রোগ্রেসিভ পাঞ্জাব ইনভেস্টার্স সামিট’-এ যোগদানের জন্য বিএমডব্লিউ-র প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন মান। উপরন্তু, পাঞ্জাবের নতুন ইভি পলিসি সেখানকার ইলেকট্রিক মোবিলিটি ক্ষেত্রে কীভাবে নতুন যুগের সূচনা করতে সহায়তা করবে এবং তাঁর সরকার কেমন করে একটি প্রাক-শিল্প ইকোসিস্টেম তৈরি করেছে, তা সবিস্তারে সংস্থাটির সামনে তুলে ধরেছিলেন তিনি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

30 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

38 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

54 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

59 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago