নতুন অর্থবর্ষের আগে স্টক খালি করতে মাথা খারাপ করা ডিসকাউন্ট, 3 লক্ষ টাকা ছাড়ে কিনুন গাড়ি

পরিবেশ রক্ষায় ভারত জুড়ে নতুন নির্গমন বিধি OBD-3 এপ্রিলের প্রথম দিন থেকেই লাগু হতে চলেছে। আবার আগামী মাস থেকে নতুন অর্থবর্ষের সূচনা। এদিকে বিভিন্ন সংস্থার ঝুলিতে এখনও পুরনো স্টকের প্রচুর গাড়ি মজুত রয়েছে। যা খালি করতে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন ডিলার। তাই অগত্যা মোটা ডিসকাউন্ট দিয়ে স্টক ক্লিয়ার কথা ঘোষণা করেছে বিভিন্ন ডিলারশিপ। সূত্রের দাবি, এই মাসে গাড়ি কিনলে সর্বাধিক ৩ লক্ষ টাকার ছাড়ের লাভ নিতে পারবেন ক্রেতারা। কোন মডেলে এই লোভনীয় ডিসকাউন্ট শুনবেন?

Citroen C5 Aircross-তে মিলবে সবচেয়ে বেশি ডিসকাউন্ট

ডিসকাউন্টের তালিকার শীর্ষস্থানে রয়েছে Citroen C5 Aircross। এর ২০২২-এর কয়েকটি বাছাই করা মডেলে দেওয়া হচ্ছে ৩ লাখ টাকা পর্যন্ত ছাড়। এদিকে Jeep Meridian কিনলে পাওয়া যাচ্ছে ২.৫ লক্ষ টাকার ডিসকাউন্ট। তিন নম্বরে রয়েছে Jeep Compass। এই মাসে গাড়িটি ১.৫ লক্ষ টাকা ছাড়ে বাড়ি নিয়ে আসা যাবে।

তালিকার পরবর্তী স্থানে রয়েছে Volkswagen Tiguan। এর ২০২২-এর মডেলগুলিতে পাওয়া যাচ্ছে ১.৮৫ লক্ষ টাকার ডিসকাউন্ট। ডিসকাউন্টের তালিকায় এরপর আছে Volkswagen Taigun। এর বিএস৬ মডেলে পাওয়া যাচ্ছে ১.৫১ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। এই একই সংস্থার গাড়ি Virtus সেডানও ডিসকাউন্ট সমেত কেনা যাচ্ছে। যার পরিমাণ ১.১৩ লক্ষ টাকা।

তালিকায় আর কারা

ব্রিটিশ সংস্থা MG তাদের অতি জনপ্রিয় গাড়ি Astor-এ ১.৫০ লক্ষ টাকা ছাড়ের ঘোষণা করেছে। এখন Honda City-র প্রাক ফেসলিফ্ট ভার্সনটি ১.৩০ লক্ষ টাকা ছাড়ে কেনা যাচ্ছে। কিছুদিন আগেই জাপানি সংস্থাটি তাদের City-র আপডেটেড ভার্সন দুটি নতুন ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। তালিকার নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে Skoda Kushaq ও Slavia। একই সংস্থার দুটি মডেলে যথাক্রমে ১.২৫ লক্ষ ও ১ লক্ষ টাকার ছাড় পাওয়া যাচ্ছে।

ডিসকাউন্টের তালিকার পরবর্তী স্থানে রয়েছে Nissan Magnite। বর্তমানে গাড়িটি ৮২,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে। এরপরে আছে Mahindra Thar-এর পেট্রোল AT মডেল। গাড়িটি কিনলে পাওয়া যাবে ১ লক্ষ টাকার লোভনীয় ডিসকাউন্ট। তালিকার সর্বশেষ মডেলটি হল Hyundai Verna। এটিতে ১ লক্ষ টাকার ছাড় দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, অঞ্চল এবং ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ কম বেশি হতে পারে। তাই নিকটবর্তী শোরুমে অফার প্রসঙ্গে নিশ্চিত হয়ে তারপর পছন্দের মডেল কিনতে এগোনোর পরামর্শ রইল আমাদের তরফে।