ভারতীয় Mi 10T ও Mi 10T Pro ফোন ব্যবহারকারীদের জন্য এল MIUI 12.5 আপডেট

Xiaomi গত বছরের দ্বিতীয়ার্ধে Mi 10T এবং Mi 10T Pro ফোন দুটি লঞ্চ করেছিল। এই ফোন দুটি Mi 10 এবং Mi 10 Pro এর সস্তা ভ্যারিয়েন্ট হিসেবে বাজারে এসেছিল। গত সপ্তাহে এই ফোন দুটির গ্লোবাল ভ্যারিয়েন্টে MIUI 12.5 (এমআইইউআই ১২.৫) আপডেট এসেছিল। এখন ভারতীয় Mi 10T এবং Mi 10T Pro ব্যবহারকারীরা এই কাস্টম ওএস-এর আপডেট পেতে শুরু করলো।

Mi 10T এবং Mi 10T Pro ফোনের ভারতীয় ব্যবহারকারীদের জন্য এল MIUI 12.5 আপডেট

এমআই ১০টি ও এমআই ১০টি প্রো ফোনের ভারতীয় ইউজারদের জন্য আজ থেকেই এমআইইউআই ১২.৫ আপডেট রোল আউট করা হয়েছে। এই আপডেটের বিল্ড নম্বর V12.5.1.0.RJDINXM। আপাতত এই আপডেট স্টেবল বিটা পর্যায়ে আছে। ফলে প্রথমে স্বল্প সংখ্যক ইউজার আপডেটটি পাবেন, এরপর তারা কোনো সমস্যার কথা না জানালে, সবার ফোনে আপডেটটি পৌঁছে যাবে।

জানিয়ে রাখি Mi 10T এবং Mi 10T Pro গতবছর অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২ সহ লঞ্চ হয়েছিল। এরপর এই দুই ফোনে অ্যান্ড্রয়েড ১১ আপডেট আসে। এখন ফোন দুটি এমআইইউআই ১২.৫ আপডেট পেতে শুরু করলো। আশা করা যায় এগুলিতে এমআইইউআই ১৩ আপডেট আসবে।

জানিয়ে রাখি MIUI 12.5, MIUI 12 এর তুলনায় আরও ফাস্ট ও লাইট। এছাড়া MIUI 12.5-এর মাত্র ৩৫ শতাংশ ব্যাকগ্রাউন্ড মেমরি প্রয়োজন এবং এটি ২৫ শতাংশ কম পাওয়ার খরচ করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন