Eicher ভারতে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির ট্রাক আরব এবং মধ্যপ্রাচ্যে লঞ্চ করল

Eicher Trucks and Buses মেড-ইন-ইন্ডিয়া ট্রাক সংযুক্ত আরব আমিরশাহী এবং মধ্যপ্রাচ্যে লঞ্চ করেছে। যা অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত।

Royal Enfield-এর মালিক সংস্থা আইশার মোটরস (Eicher Motors) তাদের হালকা ওজনের ট্রাক Pro 2000 সিরিজের ট্রাক লঞ্চ করল আরব এবং মধ্য পূর্বের দেশে। ট্রাকগুলি অত্যাধুনিক ফিচার এবং বিশ্বমানের জ্বালানি সঞ্চয়কারী মডেল হিসেবে লঞ্চ হয়েছে। সংস্থার বক্তব্য, ক্রেতাদের সেরা পারফর্ম্যান্স উপহার দিতে পুঙ্খানুপুঙ্খভাবে Eicher Pro 2000-কে পরীক্ষা করা হয়েছে।

Eicher Pro 2000 ট্রাকের শক্তি এবং ভ্যারিয়েন্ট

আইশার প্রো ২০০০ সিরিজের ট্রাক থেকে সর্বোচ্চ ১৫০ হর্সপাওয়ার মিলবে। বিভিন্ন ধরনের ক্রেতার চাহিদা পূরণ করতে ট্রাকটি একাধিক ভ্যারিয়েন্টে আনা হয়েছে। যেগুলি হল – Pro 2055XP, Pro 2065XP, Pro 2075XP, Pro 2080XP, Pro 2095XP এবং Pro 2080XPT।

Eicher Pro 2000 লঞ্চ প্রসঙ্গে সংস্থার প্রতিক্রিয়া

ট্রাকটির প্রসঙ্গে আইশারের এমডি এবং সিইও বিনোদ আগরওয়াল বলেন, “কমার্শিয়াল ভেহিকেল ক্ষেত্রে আধুনিকতা আনার লক্ষ্য পূরণে আমরা নতুন রেঞ্জের Eicher Pro 2000 ট্রাক লঞ্চ করে আনন্দিত। এগুলি সেরা পারফরম্যান্স দেবে ক্রেতাদের। এতে স্মার্ট টেকনোলজি থাকার কারণে চালককে আরাম এবং সুরক্ষা প্রদান করবে।”

Eicher Pro 2000-এর ফিচার্স

সংস্থা জানিয়েছে তাদের Eicher Pro 2000 ট্রাকে স্মার্ট ফিচার হিসাবে রয়েছে ফুয়েল কোচিং, জ্বালানি সাশ্রয় করার জন্য এমবুস্টার প্লাস এবং ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ইন্টেলিজেন্ট ড্রাইভার ইনফর্মেশন সিস্টেম এবং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট। এই ট্রাকগুলি একবার সার্ভিস করানোর পর দীর্ঘদিন চালানো যাবে। ফলে মালিকেরও খরচ বাঁচাবে।