১৫ হাজার টাকার কমে 5G ফোন, Lava Storm ও Lava Storm Pro শীঘ্রই বাজারে আসছে

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা (Lava) সম্প্রতি দেশীয় বাজারে তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন হিসেবে Lava Blaze 5G হ্যান্ডসেটটি উন্মোচন করেছে। আবার সংস্থাটি বর্তমানে ভারতে তাদের নতুন Storm সিরিজটি লঞ্চ করার জন্য কাজ করছে। Lava Storm লাইনআপে অন্তত দুটি স্মার্টফোন অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এগুলি হল, Lava Storm এবং Storm Pro। এই দুটি ফোনের নির্দিষ্ট লঞ্চের তারিখটি এই মুহূর্তে অজানা। তবে লঞ্চের আগেই এখন একটি নতুন রিপোর্টে, Lava Storm সিরিজের আপকামিং বাজেট স্মার্টফোনগুলির বেশ কয়েকটি মূল স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, এই লাইনআপের ডিভাইসগুলির মূল্যের বিবরণ এখনও জানা যায়নি। কিন্তু যেহেতু এগুলি বাজেট-রেঞ্জের অফার হতে চলেছে, তাই আশা করাই যায় যে, এগুলির দাম ১৫,০০০ টাকার মধ্যেই থাকবে। আসুন Lava Storm সিরিজের প্রত্যাশিত স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

লাভা স্টর্ম সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন – Lava Storm Series Expected Specifications

টিপস্টার পারস গুগলানিকে উদ্ধৃত করে প্রাইসবাবা (PriceBaba)-এর একটি নতুন রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, লাভা স্টর্ম সিরিজের প্রো মডেলটি ৫জি কানেক্টিভিটি অফার করলেও, স্ট্যান্ডার্ড লাভা স্টর্ম হবে একটি ৪জি স্মার্টফোন। উভয় ডিভাইসই মিডিয়াটেকের চিপসেট দ্বারা চালিত হবে। তবে প্রসেসরের নামগুলি এখনও জানা যায়নি। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেট দুটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড স্টর্ম ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং প্রো মডেলটি উচ্চতর ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

প্রসঙ্গত, আলোচ্য স্পেসিফিকেশনগুলি ছাড়া প্রাইসবাবার রিপোর্ট থেকে Lava Storm এবং Storm Pro-এর ডিজাইন বা অন্য কোনও বৈশিষ্ট্য সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে, ফোনগুলিতে আইপিএস এলসিডি প্যানেল এবং স্ট্যান্ডার্ড ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে৷ এই বাজেট রেঞ্জের ফোনগুলিতে প্লাস্টিক বডি থাকতে পারে। এছাড়া, লাভা একাধিক কালার অপশনে Storm সিরিজটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, লাভা এখনও পর্যন্ত তাদের এই নতুন সিরিজটির লঞ্চ সম্পর্কে কোনও তথ্য নিশ্চিত করেনি। তবে, টিপস্টার পারস গুগলানির লিকের যথার্থতা বিবেচনা করে, আশা করা যায় লাভার এই নয়া সিরিজটি খুব শীঘ্রই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে।