Most Stolen Cars: চোরদের মন পড়ে হোন্ডায়, গাড়ি চুরির তালিকায় সবাইকে ছাপিয়ে শীর্ষে

আচ্ছা বলুন তো পৃথিবীতে কত ধরনের চোর আছে? কিংবা চোরদের সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সুকুমার রায়ের “গোঁফচুরি” বলুন কিংবা বলিউডের বিখ্যাত সিনেমা “ধুম” সিরিজের সিনেমায় অত্যাধুনিক কায়দায় চুরি, সবকিছুই এযাবৎ কাল পর্যন্ত দেখেছি আমরা। এছাড়াও প্রতিদিনের খবরের কাগজ ও টিভি চ্যানেলের দৌলতে নানা ধরনের দুঃসাহসিক চুরির সাক্ষী থাকতে হয় আমাদের। কিন্ত তাই বলে এক দেশে চোরেদের নাকি পছন্দের গাড়ি Honda CR-V!! মানে চোরেরা নাকি সবচেয়ে বেশি হোন্ডার এই মডেলের গাড়িটিই চুরি করতে পছন্দ করেন।

শুনতে হাস্যকর হলেও এমনই তথ্য সামনে এনেখে কানাডার একটি সংস্থা। সম্প্রতি ইন্সুরেন্স ব্যুরো অফ কানাডা কর্তৃক প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে গত ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সে দেশে যতগুলি গাড়ি চুরি হয়েছে সেই তালিকায় শীর্ষে Honda CR-V। এই কয়েক বছরে মোট ৪১১৭টি ওই গাড়ির মডেল গিয়েছে কানাডার চোরেদের ঘরে। ভাবুন তবে! জাপানি সংস্থা হোন্ডার তৈরি এই MPV মডেলটির জনপ্রিয়তা এতটাই বেশি যে সেখানকার চোরেরাও তা চড়ার স্বাদ থেকে নিজেদের বঞ্চিত রাখতে অপারগ।

এখানেই শেষ নয় তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে Lexus RX। এটির চুরি যাওয়া মডেলের সংখ্যা ২,২০২ টি। এর ঠিক পরেই রয়েছে Ford এর তৈরি পিক আপ ট্রাক। এই গাড়িটির ১,১৮২ টি মডেল এখন চোরেদের জিম্মায়। আরোও উল্লেখ করা হয়েছে যে Honda CR-V গাড়িটি সবচেয়ে বেশি চুরি হলেও Lexus RX এর চুরির হার ৬.৪%, অর্থাৎ প্রতি ১৬ টি চুরি হওয়া গাড়ির মধ্যে একটি Lexus RX। সেখানে Honda CR-V এর চুরির হার ১.৭%।

কথায় বলে না কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। গোটা কানাডা জুড়ে গাড়ি চুরির এই প্রকোপ বাড়ায় ব্যবসায় ফুলে ফেঁপে উঠেছে সেখানকার গাড়ির বীমা সরবরাহকারী সংস্থাগুলি। ২০১৬ সাল থেকে ২০২১ এর মধ্যে সে দেশে মোট ২,৩৬,৫৫০ জন Honda CR-V গাড়ির মালিক আলাদা করে বীমা করিয়েছেন। অন্যদিকে এই সময়ে Lexus RX-এর বীমার আওতায় আসা গাড়ির সংখ্যা ৩৪,৫৬০ টি।

স্বাভাবিকভাবেই Lexus RX ও Honda CR-V-এর গাড়ির মালিকরা তাদের গাড়ির ব্যাপারে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ। সেই কারণেই এই আগাম বন্দোবস্ত। এই দুটি মডেল ছাড়াও কানাডার চোরদের পছন্দের তালিকায় বাকি মডেলগুলি হল GMC Sierra, Chevrolet Silverado, Toyota RAV4 এবং Ram pickup truck।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *