কর্মীদের SUV গাড়ি ও Royal Enfield বাইক বোনাস দিল কেরালার তথ্যপ্রযুক্তি সংস্থা

কোনো বেসরকারি সংস্থা কর্তৃক কর্মীদের দামি উপহার দেওয়ার নিদর্শন ভারতে এর আগেও অসংখ্যবার দেখা গিয়েছে। যে কারণে সংবাদ শিরোনামেও উঠে এসেছে সেইসব কোম্পানির নাম। তবে গত ক’বছর যাবৎ বহুমূল্যের জিনিস দেওয়ার একটি প্রথা চালু হয়েছে। যার মধ্যে বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল এমনকি সেই তালিকায় বাড়িও রয়েছে। তেমনই এবারে কেরলের একটি তথ্য প্রযুক্তি সংস্থা উপহারস্বরূপ তাদের ছয় জন কর্মীকে Kia Seltos এসইউভি গাড়ি দিল। বর্তমানে যার বাজারমূল্য ১০.৪৯-১৮.৬৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

আবার কয়েকজন কর্মীকে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর মোটরসাইকেল বোনাস হিসেবে দেওয়া হয়েছে। কেরলের চালাকুদির সংস্থাটির নাম Jobin & Jismi (জবিন অ্যান্ড জিসমি)। কোম্পানিটি তাদের ৬ জন কর্মীকে ১০ বছর আগে সংস্থার সূচনালগ্ন থেকে থাকার জন্য ফোর হুইলার দিয়েছে। গাড়িগুলি সেই আইটি কোম্পানির দশ বছর পূর্তি উপলক্ষ্যে দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে জবিন অ্যান্ড জিসমি কোম্পানির প্রতিষ্ঠাতাগণ বলেছেন, ওই ৬ জন ব্যক্তি যাদের এসইউভি উপহার দেওয়া হয়েছে, তাঁদের ভূমিকা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সূচনা লগ্ন থেকে তাঁরা সংস্থার পাশে রয়েছেন। দশ বছর আগে মাত্র দুইজন কর্মী নিয়ে এই কোম্পানি চালু হয়েছিল। বর্তমানে কর্মীর সংখ্যা ২০০। আগের বছরও কয়েক জন সেরা-পারফর্মকারী কর্মীকে Kia Seltos SUV, একটি Royal Enfield Meteor 350 দেওয়া হয়েছিল।

কর্মীদের গাড়ি উপহার দিতে সংস্থাটির মোট ১.২০ কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে। তবে Kia Seltos-এর কোন ভ্যারিয়েন্ট উপহার হিসেবে দেওয়া হয়েছে, তা জানায়নি সংস্থা। আমাদের অনুমান এগুলি টপ-স্পেক মডেল HTX+ ও GTX+। এসইউভি গাড়িটি তিনটি ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যায় – একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন (আউটপুট ১১৫ পিএস), একটি ১.৪ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন (আউটপুট ১৪০ পিএস) ও একটি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন (আউটপুট ১১৫ পিএস)।