iPhone 15 Pro আসতে পারে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা সহ, বড় চমক দিতে তৈরী Apple

মার্কিন সংস্থা অ্যাপল (Apple)-এর iPhone সিরিজের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি নিয়ে সারা বিশ্বের স্মার্টফোন অনুরাগীদের উন্মাদনায় কখনও ভাটা পড়ে না। গতবছর সেপ্টেম্বর মাসে বাজারে পা রেখেছে অ্যাপলের লেটেস্ট iPhone 13 সিরিজ, আর চলতি বছরের দ্বিতীয়ার্ধে মার্কিন সংস্থাটি iPhone 14 লাইনআপের মডেলগুলিও বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই আসন্ন হ্যান্ডসেটগুলি সম্পর্কে ইতিমধ্যেই বেশকিছু তথ্য সামনে এসেছে। তবে এর পাশাপাশি এখন থেকেই আগামী বছর লঞ্চ হতে চলা iPhone 15 সিরিজের ডিভাইসগুলি নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি একটি নতুন রিপোর্টে Apple iPhone 15-এর ডিজাইন সম্পর্কীত বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক আগামী বছর iPhone 15 সিরিজের ডিজাইনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে অ্যাপল।

আসন্ন Apple iPhone 15-এ থাকবে অদৃশ্য ফেস আইডি সেন্সর

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক সাইট দ্য ইলেক (The Elec) তাদের একটি নতুন রিপোর্টে দাবি করেছে যে, পরের বছরের আইফোন ১৫-এ একটি OLED ডিসপ্লে থাকবে এবং উল্লেখযোগ্যভাবে, ফোনের ফেস আইডি সেন্সরগুলি দৃশ্যমান হবে না, কারণ সেগুলি স্ক্রিনের ভিতরে অবস্থান করবে৷ এর থেকেই অনুমান করা যায় এই অ্যাপল ডিভাইসটি পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন সহ আসবে। রিপোর্টে আরও বলা হয়েছে, অ্যাপল স্যামসাং (Samsung)- এর আন্ডার-প্যানেল ক্যামেরা (UPC) প্রযুক্তির উপর নির্ভর করবে, যা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফোল্ডেবল স্মার্টফোনের অভ্যন্তরীণ স্ক্রিনেও ব্যবহৃত হয়েছে। জানিয়ে রাখি, সম্প্রতি শোনা যাচ্ছে যে দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক্স সংস্থাটি ওটিআই লুমিয়নিক্স (OTI Lumionics)-এর সাথে একটি নতুন আন্ডার-ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তির ওপর কাজ করছে, যা Samsung Galaxy Z Fold 5 স্মার্টফোনের সাথে আত্মপ্রকাশ করবে।

প্রসঙ্গত, Apple iPhone 15-এ শুধুমাত্র সামনের দিকের ক্যামেরাটি দৃশ্যমান হবে, যার ফলে এই হ্যান্ডসেটের ডিজাইনটিও গত কয়েক বছর ধরে বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে দেখতে পাওয়া ডিজাইনের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। এছাড়াও, অনুমান করা হচ্ছে যে এই ডিজাইনের পরিবর্তনটি প্রধানত iPhone 15 Pro মডেলগুলিতেই দেখতে পাওয়া যাবে, রেগুলার মডেলগুলিতে নয়।

অন্যদিকে, আসন্ন Apple iPhone 14 সিরিজে চারটি মডেল থাকবে বলে আশা করা হচ্ছে- iPhone 14, 14 Max, 14 Pro, এবং 14 Pro Max৷ প্রো মডেলগুলি সামনের দিকের ক্যামেরা এবং ফেস আইডি সেন্সরগুলির জন্য একটি ডুয়েল পিল-আকৃতির কাটআউটের সাথে আসবে বলে আশা করা হচ্ছে তবে, নন-প্রো মডেলগুলির স্ক্রিনের ওপরে অ্যাপলের সিগনেচার নচ ডিজাইনটিই দেখা যাবে।

উল্লেখ্য, সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Apple iPhone 14-এর প্রো মডেলগুলি অ্যাপল এ১৬ বায়োনিক প্রসেসর সহ আসবে, তবে রেগুলার মডেলগুলিতে আগের মতোই অ্যাপল এ১৫ চিপসেটটিই ব্যবহারই করা হবে।