আরও একবার SUV-র রাজা Mahindra, ধারেকাছে Tata, Maruti দের টিকতেই দিল না

ভারতীয় অটোমাবাইল জায়েন্ট মাহিন্দ্রা (Mahindra) অক্টোবরে তাদের প্যাসেঞ্জার ও কমার্শিয়াল গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। সেই অনুযায়ী গত মাসে সংস্থাটি মোট ৩২,২২৬ ইউনিট এসইউভি গাড়ি বিক্রি করেছে। ফলে গত বছরের ওই সময়ের তুলনায় বিক্রিতে ৬১ শতাংশ বৃদ্ধি ঘটেছে। যার কারণে সেপ্টেম্বরের পর অক্টোবরেও এসইউভি গাড়ির বিক্রিতে ভারতে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে মাহিন্দ্রা।

গত মাসে সংস্থার সকলপ্রকার গাড়ির বেচাকেনা হয়েছে ৬১,১১৪ ইউনিট। যার মধ্যে গাড়ি, ভ্যান, এবং এসইউভি মিলিয়ে যাত্রিগাড়ির সংখ্যা ৩২,২৯৮ ইউনিট। তবে গত মাসে গাড়ির রপ্তানিতে ভাটা গিয়েছে মাহিন্দ্রার। আগের বছর অক্টোবরে যেখানে ৩,১৭৪টি গাড়ি রপ্তানি হয়েছিল, সে জায়গায় এ বছরের অক্টোবরে ২,৭৫৫টি রপ্তানি করতে পেরেছে মাহিন্দ্রা। ফলে রপ্তানিতে ১৩ শতাংশ পতন ঘটেছে।

অন্যদিকে, অক্টোবরে মোট ২০,৯৮০টি বাণিজ্যিক গাড়ির বিক্রি দেখেছে মাহিন্দ্রা। এই প্রসঙ্গে সংস্থার অটোমোটিভ বিভাগের সভাপতি বিজয় নাকরা মন্তব্য করেন, “অক্টোবরে আমাদের বিক্রির বৃদ্ধি বজায় থেকেছে। যার নেপথ্যে ছিল উৎসবের মরসুমে বিপুল চাহিদা। আমাদের বাণিজ্যিক গাড়ির বিক্রিও ব্যাপক হারে বেড়েছে আগের মাসে।”

প্রসঙ্গত, বর্তমানে মাহিন্দ্রা ইলেকট্রিক গাড়ির প্রতি গুরুত্ব বাড়াচ্ছে। সম্প্রতি সংস্থাটি তাদের প্রথম ব্যাটারি পরিচালিত এসইউভি মডেল XUV400 উন্মোচন করেছে। সামনের বছর জানুয়ারিতে লঞ্চ হবে এটি। এতে রয়েছে একটি ৩৯.৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা থেকে সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ ৮.৩ সেকেন্ডে তুলতে সক্ষম এটি। সংস্থার দাবি, Mahindra XUV400 দেশের দ্রুততম এবং সেরা রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক এসইউভি হিসেবে বাজারে পা রাখবে।