Mahindra মার্কেট ক্যাপিটালাইজেশনে Tata Motors-কে টপকে গেল

শেয়ারের মোট মূল্য বা মার্কেট ক্যাপিটালাইজেশনের নিরিখে এসইউভি ও বাণিজ্যিক গাড়ি নির্মাতা মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra) তার প্রতিদ্বন্দ্বী টাটা মোটরস (Tata Motors)-কে টপকে গেল। এর ফলে ভারতের সবচেয়ে মূল্যবান অটোমোবাইল সংস্থাগুলির তালিকায় শীর্ষে থাকা দেশের বৃহত্তম যাত্রীগাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)-র পরেই স্থান পেয়েছে তারা।

৮ সেপ্টেম্বর, শুক্রবার, বোম্বে স্টক এক্সচেঞ্জে ট্রেডিং ক্লোজ হওয়ার পর মাহিন্দ্রার মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে ১.৬৪ লক্ষ কোটি টাকা‌‌। অন্য দিকে, শেয়ার বাজার বন্ধ হওয়ার পর একই দিনে টাটা মোটরসের শেয়ারের মোট মূল্য কমে হয় ১.৫৮ লক্ষ কোটি টাকা। দুই সংস্থার থেকে অবশ্য প্রচুর এগিয়ে মারুতি সুজুকি। তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ২.৬৫ লক্ষ কোটি টাকা।

প্রসঙ্গত, Mahindra তিন দিক আগেই ভারতীয় বাজারে তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি XUV400 উন্মোচন করেছে। জানুয়ারির শেষের দিকে হবে অফিশিয়াল লঞ্চ। বৈদ্যুতিক গাড়িটি এক চার্জে ৪৫৬ কিমি চলতে পারবে পাবে বলে দাবি করেছে মাহিন্দ্রা। ০-১০০ কিমি/ঘন্টা গতিবেগ ৮.৬ সেকেন্ডে তুলতে সক্ষম হবে। আর টপ স্পিড হবে প্রতি ঘন্টায় ১৫০ কিমি। মোটরের আউটপুট ১৪৮ বিএইচপি এবং ৩১০ এনএম। ব্যাটারিটি ৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জারে  ০ থেকে ৮০ শতাংশ চার্জ ৫০ মিনিটে হয়ে যাবে।

এদিকে বিশ্ব ইলেকট্রিক ভেহিকেল দিবসে টাটা মোটরস শীঘ্রই তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনবে বলে নিশ্চিত করেছে। প্রসঙ্গত, Tiago হ্যাচব্যাকের ইলেকট্রিক ভার্সন হবে। ২০১৮-এর অটো এক্সপো ইভেন্টে Tiago EV প্রথম প্রদর্শিত হয়েছিল। কিন্তু সেটি লঞ্চ না করে একে একে Nexon EV, Tigor EV, এবং Nexon EV Max‌ বাজারে আনে সংস্থা। Tiago EV তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক মডেল হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দশটি বৈদ্যুতিক গাড়ি নিজেদের পোর্টফোলিয়তে যোগ করবে টাটা মোটরস‌