Top Selling Bikes: দেশের সবচেয়ে জনপ্রিয় 10টি বাইক, 5 নম্বরে কে জানলে অবাক হবেন

ফেব্রুয়ারি, 2024 গোটা ভারতে সর্বাধিক বিক্রিত প্রথম 10টি মোটরসাইকেলের পরিসংখ্যান সামনে এলো। বেচাকেনায় উত্থান ও পতনের পরিমাণ প্রায় সমান। আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় পাঁচটি মডেলের বিক্রি বাড়লেও বাকি পাঁচটির বেচাকেনা সঙ্কুচিত হয়েছে। যাই হোক, বরাবরের মতো গত মাসেও নেতৃত্ব প্রদানকারী বাইক হিসেবে সর্বাগ্রে উঠে এসেছে Hero Splendor-এর নাম। গত মাসে স্প্লেন্ডার সিরিজের বাইকগুলির 2,77,939 ইউনিট বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, আগের বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ 2,88,605 ইউনিট থাকায় বিক্রিতে -3.70% পতন ঘটেছে।

ভারতে সর্বাধিক বিক্রিত দশটি মোটরসাইকেলের নাম

তালিকার দ্বিতীয় স্থানে বিরাজমান Honda Shine। এই 125 সিসি বাইকটির 1,42,763 ইউনিট বিক্রি করতে পেরেছে হোন্ডা। তিন নম্বরে জায়গা দখল করেছে Bajaj Pulsar। এই সিরিজের মডেলগুলি গত মাসে মোট 1,12,544 ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। চতুর্থ স্থানের দখলদার কমিউটার মোটরসাইকেল Hero HF Deluxe। এটি গত মাসে 76,138 নতুন গ্রাহকের ঠিকানায় পাড়ি দিয়েছে।

পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় স্টাইলিশ কমিউটার বাইক TVS Raider। আগের মাসে মোট 42,063 ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে এই বাইক। 34,593 ইউনিট বেচাকেনার মাধ্যমে TVS Apache রয়েছে ছয় নম্বরে। তালিকার পরের স্থানটি দখল করেছে Hero Passion। এই‌ সিরিজের মডেলগুলি আগের মাসে মোট 31,302টি বিক্রি হয়েছে।

অষ্টম স্থানে বিরাজমান Bajaj Platina। 2024-এর ফেব্রুয়ারিতে বাজাজের অন্যতম বেস্ট-সেলিং কমিউটার বাইকটি 28,718 ক্রেতা পথ চলার সঙ্গী হয়ে উঠেছে। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে Royal Enfield Classic 350 ও Honda CB Unicorn। বিক্রি হয়েছে যথাক্রমে 28,301 ইউনিট ও 21,293 ইউনিট।