Pulsar, Platina মডেলের বিপুল চাহিদার উপর ভর করে ঘুরে দাঁড়াল Bajaj Auto, আগস্টে রেকর্ড বিক্রি

সেপ্টেম্বর শুরু হতেই দেশীয় অটোমেকার বাজাজ অটো (Bajaj Auto) তাদের আগস্টে বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। যেখানে দেখা যাচ্ছে, গত মাসে সংস্থাটি ভারতে মোট ২,৩৩,৮৩৮ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। তুলনাস্বরূপ আগের বছর আগস্টে সংস্থার টু-হুইলার বেচাকেনা হয়েছিল ১,৫৭,৯৭১টি। মূলত Bajaj Pulsar, Platina এবং Dominar এর মত মডেলের বিপুল চাহিদার উপর ভর করে বিক্রি ৪৮% বাড়িয়ে নিতে পেরেছে বাজাজ।

এদিকে দেশের বাজারে বাজাজের টু-হুইলারের বিক্রি বাড়লেও, রপ্তানিতে মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছে পরিসংখ্যানে। গত মাসে সংস্থাটি সব মিলিয়ে ১,২১,৭৮৭টি টু-হুইলার বিদেশের বাজারে রপ্তানি করেছে। ২০২১-এর ওই সময়ে যার সংখ্যা ছিল ১,৮০,৩৩৯ ইউনিট। ফলে আগস্টে রপ্তানিতে ৩২% পতন ঘটেছে। তবে রপ্তানি এবং দেশ বাজারের বিক্রি মিলিয়ে সেল ৫% বেড়ে ৩,৫৫,৬২৫ হয়েছে। আগের বছর আগস্টে এই সংখ্যাটি ছিল ৩,৩৮,৩১০।

আবার ইয়ার-টু-ডেট অর্থাৎ এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত বাজাজ মোট ১৫,১৭,৮৩৭ জন নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। আগের বছরের ওই সময়ে এর পরিমাণ ১৫,৬৮,১৮৪ থাকায়, বিক্রির নিরিখে ব্যবসায় ৩% মন্দা গিয়েছে। অন্যদিকে, ৪৫,৯৭০ ইউনিট বাণিজ্যিক গাড়ি রপ্তানি এবং দেশের বাজারে বিক্রি করে ৩১ শতাংশ উত্থান ঘটেছে সংস্থার। কারণ ২০২১-এর আগস্টে এর পরিমাণ ছিল ৩৮,৯৬০।

উল্লেখ্য, গত মাসে বাজাজ ভারতে ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে সস্তা বাইক CT 125X লঞ্চ করেছে। যার দাম ৭১,৩৫৪ টাকা (এক্স-শোরুম)। এটি সংস্থার CT110X-এর উপরে স্থান পেয়েছে। তিনটি ডুয়েল কালার অপশনে বেছে নেওয়া যাবে বাইকটি – গ্রীন ডেকালের সাথে ইবনি ব্ল্যাক, ব্লু ডেকালের সাথে ইবনি ব্ল্যাক এবং রেড ডেকালের সাথে ইবনি ব্ল্যাক। আবার স্ট্যান্ডার্ড এবং ডিস্ক ব্রেক – এই দুটি ভ্যারিয়েন্টে অফার করা হচ্ছে Bajaj CT125X।