Mahindra XUV300 SUV-র দাম রাতারাতি 67,000 টাকা বেড়ে গেল, নতুন মূল্য জেনে নিন

এসইউভি (SUV) তৈরিতে সিদ্ধহস্ত মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের অতি জনপ্রিয় গাড়ি XUV300-এর দাম বাড়ানোর কথা ঘোষণা করল। কম্প্যাক্ট এসইউভি মডেলটির মূল্য এক লাফে ৬৭,৬০০ টাকা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ভারত সরকারের নয়া নির্গমন বিধি ‘ভারত স্টেজ ৬ ফেজ ২’ মেনে হাজির হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার গাড়িটির দর মহার্ঘ্য করার কথা ঘোষণা করল মাহিন্দ্রা।

Mahindra XUV300-এর দাম ৬৭,৬০০ টাকা বৃদ্ধি পেল

গত মাসেও Mahindra XUV300-এর মূল্য ২২,০০০ টাকা বাড়ানো হয়েছিল। তবে এবারে মডেল বিশেষে ২৯,০০০ থেকে ৬৭,৬০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। গাড়িটির পেট্রোল মডেলের দর ৩৪,২০১ টাকা বেড়েছে। অন্যদিকে ডিজেল ভ্যারিয়েন্টগুলির মূল্য ৩০,০০০ থেকে ৬৭,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

Mahindra XUV300-এর নতুন মূল্য

দাম বাড়ার পর বর্তমানে মাহিন্দ্রা এক্সইউভি৩০০-এর মূল্য ৮.৪১ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। উল্লেখ্য, W4, W6 ও W8 (O) AMT ডুয়েল-টোন পেট্রোল ভ্যারিয়েন্টগুলির দাম বাড়ানো হয়নি। এক্সইউভি৩০০-এর ১.২ লিটার ইঞ্জিন সহ W4, W6, W6 AMT ও W8-এর নয়া মূল্য যথাক্রমে ৮,৪১,৪৯৯ টাকা, ৯,৯৯,৯৯৬ টাকা, ১০,৮৫,০০০ টাকা ও ১১,৪৫,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।

আবার W8 (O)-এর সিঙ্গেল টোন, ডুয়েল টোন, অটোমেটিক এবং অটোমেটিক ডুয়েল টোন মডেলগুলির বর্তমান দাম যথাক্রমে – ১২,৬৮,৭০০ টাকা, ১২,৮৭,৩০০ টাকা, ১৩,৩৬,৯০০ টাকা ও ১৩,২১,০০০ টাকা (এক্স-শোরুম)। সবশেষে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন সমেত W4, W6, W6 AMT, W8, W8 (O), W8 (O) Dual Tone ও W8 (O) AMT-এর নয়া দাম যথাক্রমে ৯,৯০,৩০০ টাকা, ১১,০৩,৫৫০ টাকা, ১২,৩৫,৪০০ টাকা, ১৩,০৪,৯০০ টাকা ও ১৩,৯০,৯০০ টাকা, ১৪,০৫,৯০০ টাকা ও ১৪,৫৯,৫৯৯ টাকা (এক্স-শোরুম)।

Mahindra XUV300 : ইঞ্জিন

প্রসঙ্গত, Mahindra XUV300 দুটি মডেলে অফার করা হয়। প্রথমটিতে রয়েছে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, যার আউটপুট ১০৯ বিএইচপি এবং ২০০ এনএম টর্ক। এবং দ্বিতীয়টিতে উপস্থিত একটি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১১৫ বিএইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক উৎপন্ন হয়।