Mahindra-র গাড়ি বিক্রি হল প্রায় 2 কোটি টাকায়, কে কিনলেন? এত দামই বা কেন?

বিত্তবান ভারতীয়দের মধ্যে বিলাসবহুল ফিচার সমৃদ্ধ গাড়ির জন্য রাশি রাশি অর্থ খরচ করার প্রবণতা দেখা যায়। নিজের মনের সাধ পূরণ করতে এককথায় কোটি কোটি টাকা দিতেও তাঁরা প্রস্তুত। এবার তেমনই এক নিদর্শন উঠে এলো। তবে এটি কোনো লাক্সারি কার নয়। সদ্য লঞ্চ হওয়া Mahindra-র প্রথম ইলেকট্রিক এসইউভি (SUV) XUV400। যার মূল্যের রেঞ্জ ১৫.৯৯ লক্ষ টাকা থেকে ১৮.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। কিন্তু তাজ্জব করা বিষয় হল, ভারতে এই গাড়ির নিলামে দাম উঠল ১.৭৫ কোটি টাকা। এখন স্বভাবতই মনে যেই প্রশ্নটি জাগে, তা হল এত টাকা দাম ওঠার কারণ কী?

সম্প্রতি, হায়দ্রাবাদের করুণাকার কুন্দাভারাম নামক এক ব্যক্তি Mahindra XUV400-এর দাম ১.৭৫ কোটি টাকা হাঁকিয়ে নিলাম জিতে নিয়েছেন। XUV400-এর যেই মডেলের মালিকানা তিনি গ্রহণ করেছেন, সেটি হল এর আল্ট্রা-এক্সক্লুসিভ এডিশন। অর্থাৎ নাম শুনেই মডেলটির গুণাগুণ সম্পর্কে আন্দাজ করা যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্ট্যান্ডার্ড XUV400-এর চাইতে এতে দেওয়া হয়েছে সমস্ত প্রিমিয়াম স্টাইলিং এলিমেন্ট। ফলে ডিজাইনের দিক থেকেও স্ট্যান্ডার্ড ভার্সনের সাথে তারতম্য নজর করা গেছে।

আল্ট্রা-এক্সক্লুসিভ এডিশনের মাহিন্দ্রা এক্সইউভি৪০০-এর ডিজাইন করেছেন সংস্থার প্রধান ডিজাইন আধিকারিক প্রতাপ বোস। একাজে তাঁকে সঙ্গ দিয়েছিলেন অন্যতম ফ্যাশান ডিজাইনার রিমঝিম দাদু। তাই এই যৌথ প্রচেষ্টাকে সম্মান জানিয়ে এতে ‘রিমঝিম দাদু এক্স বোস’ নামে একটি প্রতীক দেওয়া হয়েছে। গাড়িটি আর্কটিক ব্লু থিম দ্বারা শোভিত করা হয়েছে। এতে ফিচার হিসেবে রয়েছে ব্লু আউটলাইন সহ একটি কুপার-ফিনিশড ট্যুইন লোগো। তবে স্ট্যান্ডার্ড ভার্সনের সাথে বহিরঙ্গের নকশা অভিন্ন রাখা হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই অবশ্য সমাজসেবায় খরচ করবে সংস্থা।

প্রসঙ্গত, ব্র্যান্ডের প্রথম ইলেকট্রিক এসইউভি হিসেবে লঞ্চ হয়েছে Mahindra XUV400। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Nexon EV, Citroen e-C3 সহ আরও অন্যান্য মডেল। গাড়িটি দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – EC ও EL। এদের দাম যথাক্রমে ১৫.৯৯ লাখ টাকা ও ১৮.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। পাঁচটি রঙে বেছে নেওয়া যায় গাড়িটি– আর্কটিক ব্লু, এভারেস্ট হোয়াইট, গ্যালাক্সি গ্রে, নাপোলি ব্ল্যাক, এবং ডুয়েল টোন স্যাটিন কপার সহ ইনফিনিটি ব্লু।

এসইউভি গাড়িটি সিঙ্গেল চার্জে ৪৫৬ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এতে রয়েছে ৪১৮ লিটার বুট স্পেস। XUV400 EC-তে উপস্থিত ৩৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যেখানে XUV400 EL-এ দেওয়া হয়েছে ৩৯.৪ কিলোওয়াট আওয়ার IP67 ব্যাটারি। এর ব্যাটারি ও মোটরে আট বছর অথবা ১,৬০,০০০ কিমি (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করে মাহিন্দ্রা। ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত ১৫,০০০-এর বেশি বুকিং পেয়েছে বলে জানিয়েছে সংস্থা।