90Hz ডিসপ্লে ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 70 Lite 5G, দাম সহ খুঁটিনাটি তথ্য রইল

অনর আজ (২০ মার্চ) Honor 70 Lite নামে একটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চ করেছে, যা বিশ্ব বাজারে পাওয়া যাবে। কম দাম হওয়া সত্ত্বেও, ফোনটি একটি উৎকৃষ্ট মানের ডিসপ্লে, সক্ষম ক্যামেরা এবং একটি বড় ব্যাটারির সাথে এসেছে৷ Honor 70 Lite এইচডি+ এলসিডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 480+ চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করে। আসুন তাহলে এই নবাগত অনর ফোনটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor 70 Lite-এর স্পেসিফিকেশন এবং ফিচার

অনর ৭০ লাইট-এ এইচডি+ রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকমের বাজেট রেঞ্জের স্ন্যাপড্রাগন ৪৮০প্লাস চিপসেট দ্বারা চালিত। এই প্রসেসরের সাথে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অনর ৭০ লাইট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) ইউজার ইন্টারফেসে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, অনর ৭০ লাইট-এর রিয়ার প্যানেলে অবস্থিত বর্গাকার ক্যামেরা আইল্যান্ডের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর এই সেটআপটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত। সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor 70 Lite বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা একটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই অনর ফোনে নিরাপত্তার জন্য ফেস আনলক ফিচার এবং একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। 70 Lite ডুয়েল সিম, ৫জি নেটওয়ার্ক, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকের মতো বৈশিষ্ট্যগুলিও অফার করে। পরিশেষে হ্যান্ডসেটটির পরিমাপ ১৬৩.৬৬ x ৭৫.১৩ x ৮.৬৮ মিলিমিটার

Honor 70 Lite-এর মূল্য এবং লভ্যতা

যুক্তরাজ্যে Honor 70 Lite-এর একমাত্র ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৯৯ পাউন্ড (প্রায় ২০,১০০ টাকা)। আগ্রহী গ্রাহকরা ফোনটিকে টাইটানিয়ান সিলভার, ওশান ব্লু এবং মিডনাইট ব্ল্যাক- এই তিনটি কালার অপশনে বেছে নিতে পারবেন।