SUV গাড়ি মার্কেটে ঘটে গেল বড় পালাবদল, Tata Nexon-কে হারিয়ে বাজিমাত Maruti Brezza-র

আগস্টে ভারতে এসইউভি (SUV) গাড়ি বাজারে বড় পালাবদলের সাক্ষী থাকল । গত মাসে মারুতি সুজুকি (Maruti Suzuki) সংশ্লিষ্ট সেগমেন্টে নিজের বদনাম ঘুচিয়ে পয়লা নম্বরে উঠে এসেছে। শীর্ষস্থান দখলের দৌড়ে দীর্ঘদিনের সেরা খেলোয়াড় টাটা মোটরস (Tata Motors)-কেও পেছনে ফেলেছে সংস্থাটি। আর এসব কিছু সম্ভব হয়েছে নতুন লঞ্চ হওয়া Maruti Suzuki Brezza-র কাঁধে ভর করে। গত মাসে সাব কম্প্যাক্ট মডেলটির ১৫,১৯৩ ইউনিট বিক্রির মাধ্যমে দেশের বেস্ট সেলিং এসইউভি-র তকমা ছিনিয়ে নিয়েছে। তুলনাস্বরূপ, গত বছর ওই সময়ে Brezza-র পুরনো মডেলটি বিক্রি হয়েছিল ১২,৯০৬টি। গাড়িটি ইতিমধ্যেই এক লক্ষ বুকিংয়ের মাইলফলক পার করেছে।

এসইউভি সেগমেন্টে বহুদিনের অধিপতি Tata Nexon-কে গত মাসে ১৫,০৮৫ ক্রেতা বেছে নিয়েছেন। ২০২১-এর আগস্টে মডেলটি ১০,০০৬ ইউনিট বিক্রি হয়েছিল। যদিও নেক্সনের চেয়ে ব্রেজার বিক্রি মাত্র ১০৮ ইউনিট বেশি। গত মাসে ১২,৫৭৭ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার তৃতীয় স্থানের দখলদার Hyundai Creta। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে এর বেচাকেনার পরিমাণ ছিল সামান্য বেশি, যা ১২,৫৯৭।

এসইউভি গাড়িগুলির মধ্যে চমক দেখিয়েছে Tata Punch। বর্তমানে দেশের সর্বাধিক সুরক্ষিত গাড়িটি গত মাসে ১২,০০৬ নতুন ক্রেতার হদিশ পেয়েছে। পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে Hyundai Venue। আগস্টে গাড়িটির ১১,২৪০ ইউনিট বিক্রি হয়েছে। আগের আগস্টে ৮,৩৭৭ ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছিল এটি। ষষ্ঠস্থানের অংশীদার Kia Seltos। গত মাসে কিয়া ৮,৬৫২ গ্রাহকের হাতে গাড়িটির চাবি তুলে দিয়েছে।

সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছে Mahindra Bolero। এবারের আগস্টে গাড়িটির বিক্রির পরিমাণ ছিল ৮,২৪৬। আবার গত মাসে ৭,৮৩৮ ইউনিট বেচাকেনার ফলে অষ্টম স্থানের দখলদার Kia Sonet। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে Mahindra Scorpio ও Mahindra XUV700। গত মাসে এদের বিক্রি হয়েছে যথাক্রমে ৭,০৫৬ ও ৬,০১০ ইউনিট।