20 লক্ষ গাড়ি বিক্রির রেকর্ড Maruti Nexa-র, একের পর এক দুর্দান্ত মডেল লঞ্চেই বাজিমাত

ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) নতুন মাইলফলক অর্জনের কথা ঘোষণা করল। সংস্থাটি তাদের প্রিমিয়াম মডেল বিক্রির চ্যানেল নেক্সা (Nexa) ডিলারশিপের মাধ্যমে এ পর্যন্ত ২০ লক্ষের বেশি গাড়ি মডেল বিক্রির রেকর্ড স্পর্শ করেছে। ২০১৫ সালে নেক্সার পথ চলা শুরু। প্রথম ১০ লক্ষে পৌঁছাতে তাদের চার বছর সময় লেগেছিল। আর তার প্রায় চার বছর বাদে বিক্রির অঙ্ক ২০ লক্ষ টপকে গেল।

Maruti Suzuki Nexa শোরুম ২০ লক্ষ গাড়ি বিক্রি করেছে

কোভিড-১৯ অতিমারি ও সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতার মত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও এই কৃতিত্ব অর্জন করেছে মারুতি সুজুকি। বর্তমানে ভারতে মোট এমন ৪৮০টি নেক্সা রিটেল আউটলেট রয়েছে ইন্দো-জাপানি সংস্থাটির। তাছাড়াও, অপর রিটেল আউটলেটটি হল এরিনা (Arena)। বর্তমানে নেক্সা থেকে Baleno, XL6, Ciaz, Ignis এবং Grand Vitara বিক্রি করা হয়।

এছাড়াও, সংস্থার আসন্ন Fronx এসইউভি ও পাঁচ দরজা বিশিষ্ট Jimny ওই নেক্সা চ্যানেলের অধীনেই বিক্রি করা হবে। এদিকে এরিনা ডিলারশিপের আওতায় বিক্রিত গাড়িগুলি হল – Alto, S-Presso, Celerio, WagonR এবং Brezza। Fronx ও Jimny-র সামনেই লঞ্চ। তাই গাড়ি দুটির বুকিংয়ে জোয়ারের কারণে সার্বিকভাবে নেক্সার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলেই মনে করা হচ্ছে।

তবে বর্তমানে মারুতির গাড়িগুলির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা আসছে Baleno থেকে। এই প্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের কার্যনির্বাহী আধিকারিক (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, “নেক্সার আওতায় ব্যালেনোর চাহিদা সর্বাধিক। বর্তমানে এটি দ্বিতীয় সর্বাধিক বিক্রিত প্যাসেঞ্জার ভেহিকেল।”

শ্রীবাস্তব যোগ করেন, “Fronx লঞ্চের পর চাহিদা আরো বৃদ্ধি পাবে বলেই আমরা আশা করছি। এবছরের মধ্যে নেক্সার মাধ্যমে ৩,৭০,০০০ ইউনিট বিক্রির পরিকল্পনা রয়েছে। আগের বছর এই সংখ্যাটি ছিল ২,৫৫,০০০। বর্তমানে ভারতের গাড়ির বাজারে নেক্সার মার্কেট শেয়ার ১০ শতাংশ, যা ভবিষ্যতে বাড়ানো হবে।”