Nij Accelero+ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল, 53000 হাজার টাকা দাম, একচার্জে 190 কিমি অব্দি চলবে

ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে কমফোর্ট, কন্ট্রোল, রেঞ্জ, এবং অ্যাফোর্ডাবিলিটি খুব বিরল জিনিস। একটু কম বাজেট নিয়ে এগোলে ই-স্কুটারের ফিচার বেশি মেলে না। ডিজাইন পছন্দ হয় না। আয়েস করে চালানো যায় না। গ্রিপ ভাল নয়। রেঞ্জ কম। এমন অভিযোগ অনেকেরই। ফলে বাজারে এমন বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বাড়ছে। যার দাম হাতের নাগালের মধ্যেই থাকবে। আবার কমফোর্ট, কন্ট্রোল, ও রেঞ্জের সহাবস্থান দেবে স্বস্তি। তেমনই ভাবনা থেকে আগ্রার বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারী এনআইজি অটোমোটিভ (Nij Automotive) দেশের বাজারে Accelero+ নামে একটি ব্যাটারিচালিত স্কুটার লঞ্চের ঘোষণা করেছে।

Nij Accelero+ এর স্টানিং ফিচার, স্পোর্টি পারফরম্যান্স, এবং সুইফ্ট টেকনিক ব্যবহারকারীর দুঃসাহসিক রাইডের অভিজ্ঞতা দেবে বলেই দাবি সংস্থার। বৈদ্যুতিক স্কুটারটির দাম শুরু হচ্ছে ৫৩,০০০ টাকা থেকে। আবার প্রয়োজন অনুসারে, বিভিন্ন ব্যাটারি প্যাক বেছে নেওয়ার বিকল্প রয়েছে। যার উপর নির্ভর করে ব্যয় কমবেশি হবে।

Nij Automotive Accelero+ ব্যাটারি, মোটর, রেঞ্জ

এনআইজে অটোমোটিভ অ্যাক্সিলারো+ ভাল্ভ রেগুলেটেড লেড-অ্যাসিড (ভিআরএলএ) এবং লিথিয়াম ফেরো ফসফেট (এলএফপি) ব্যাটারি অপশনে এসেছে। লেড-অ্যাসিডের ক্ষেত্রে ভ্যারিয়েন্ট একটিই। তবে এলএফপি ব্যাটারি প্যাক তিনটি অপশনে অফার করা হচ্ছে – ১.৫ কিলোওয়াট (৪৮ ভোল্ট), ১.৫ কিলোওয়াট (৬০ ভোল্ট), এবং ৩ কিলোওয়াট ডুয়েল ব্যাটারি (৪৮ ভোল্ট)।

ব্যবহারকারীর চালানোর ধরনের কথা মাথায় রেখে এনআইজে অ্যাক্সিলারো+ তিনটি রাইডিং মোডের সাথে উপলব্ধ৷ তার মধ্যে সবচেয়ে এফিশিয়েন্ট মোডে রাইড করলে ১৯০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ (এক চার্জে যতটুকু রাস্তা চলে) পাওয়া যাবে বলে দাবি নির্মাতা সংস্থার। তারা জানিয়েছে, এলএফপি ডুয়েল ব্যাটারি নিলে ই-স্কুটারটির ইকো মোডে ওই রেঞ্জ পাওয়া সম্ভব হবে। আবার সিটি রাইডিং মোডে গতি সহযোগে চালালে রেঞ্জ ১২০ কিলোমিটারে নেমে আসবে৷ উল্লেখ্য, লেড-অ্যাসিড ব্যাটারির রেঞ্জ ৬০ কিলোমিটার।

Nij Accelero+ এর লেড-অ্যাসিড ব্যাটারি একটি ৩ অ্যাম্পিয়ার পাওয়ার সকেট দিয়ে ৬-৮ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। যা যথেষ্ট সময়সাপেক্ষ। আবার একটি ৬ অ্যাম্পিয়ার পাওয়ার সকেট ব্যবহার করে লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি প্যাকটি ৩-৪ ঘন্টার মধ্যে চার্জ করা সম্ভব। অর্থাৎ এই ক্ষেত্রে সময় প্রায় অর্ধেক লাগবে।

এনআইজে অটোমোটিভ তাদের অ্যাক্সিলারো+ ইলেকট্রিক স্কুটারের পাওয়ার এবং টর্ক আউটপুটের ব্যাপারে কিছু জানায়নি। সংস্থার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বলছে, এতে ২৫০ ওয়াট ক্ষমতার ব্রাশলেস ডিসি মোটর রয়েছে। মোটরটির জন্য একটি শাইনওয়েভ কন্ট্রোলার দেওয়া হয়েছে।

Nij Automotive Accelero+ ডিজাইন, ফিচার

ডুয়েল এলইডি হেডল্যাম্প, হ্যান্ডেলবার কাউলের নীচে বড় এলইডি ডিআরএল, এবং বুমেরাং স্টাইলের এলইডি ইন্ডিকেটর এনআইজে অ্যাক্সিলারো+ ইলেকট্রিক স্কুটারকে বেশ স্টাইলিশ লুক দিয়েছে। এর বৈশিষ্ট্যগুলির মধ্যে ডিজিটাল স্পিডোমিটার, স্মার্টফোন চার্জিং, রিভার্স অ্যাসিস্ট, ক্রুজ ফিচার, প্রভৃতি উল্লেখযোগ্য।

Nij Automotive Accelero+ হার্ডওয়্যার

এনআইজে অটোমোটিভ অ্যাক্সিলারো+ এর দৈর্ঘ্যxপ্রস্থx উচ্চতা যথাক্রমে ১৭২০ মিমি, ৬৯০ মিমি, এবং ১১১০ মিমি। এবং ওজন (কার্ব) ৮৬ কেজি। সাসপনশনের জন্য স্কুটারটির সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ডুয়েল স্প্রিং কয়েল হাইড্রোলিক ড্যাম্পার রয়েছে। ডিস্ক ব্রেক শুধু সামনের চাকায় মিলবে৷ স্কুটারটির ১৫০ কেজি পর্যন্ত ওজন বহনের ক্ষমতা রয়েছে।

Nij Automotive Accelero+ দাম, কালার, লভ্যতা

এনআইজে অ্যাক্সিলারো+ ইলেকট্রিক স্কুটারের লেড অ্যাসিড ভার্সনের দাম ৫৩,০০০ টাকা থেকে শুরু হয়েছে। অন্য দিকে, ১.৫ কিলোওয়াট এবং ৩ কিলোওয়াট এলএফপি ব্যাটারি ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৬৯,০০০ টাকা ও ৯৮,০০০ টাকা। চারটি রঙের মধ্যে ই-স্কুটারটি বেছে নেওয়া যাবে – ইম্পেরিয়াল রেড, ব্ল্যাক বিউটি, পার্ল হোয়াইট, এবং গ্রে টাচ।

অ্যাক্সিলারো+ বর্তমানে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, এবং পাঞ্জাবে পাওয়া যাচ্ছে। তবে সংস্থাটির মার্কেটিং টিম টেকগাপকে জানিয়েছে, তারা ভারতের যে কোনও জায়গায়, গ্রাহকের বাড়ির দোরগোড়ায় শিপিং করতে প্রস্তুত। এটি এনআইজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করা যাবে। খুব শীঘ্রই বুকিং চালু হবে বলে আমরা বার্তা পেয়েছি।