Ather 450S: ওলা-কে চাপে ফেলে 125 কিমি মাইলেজের স্কুটারের বুকিং শুরু, ফিচার কেমন

জ্বালানি তেল অগ্নিমূল্য হওয়া সত্ত্বেও উচ্চমূল্যের জন্য ইলেকট্রিক স্কুটারের থেকে এখনও বহু মানুষ মুখ ফিরিয়ে রেখেছেন। তাই চাহিদা বাড়াতে বৈদ্যুতিক দু’চাক গাড়ির বিভিন্ন নির্মাতা অপেক্ষাকৃত কমদামী মডেল লঞ্চ করায় ঝোঁক বাড়াচ্ছে। গতকাল যেমন ওলার সবচেয়ে সস্তা মডেল হাসাবে Ola S1 Air লঞ্চ হয়েছে। এবার তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরুর আরেক নামী প্রতিষ্ঠান এথার এনার্জি (Ather Energy) তার সবথেকে কমদামী ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। যার নাম – Ather 450S। আগামী ৩ আগস্ট লঞ্চ হবে এটি। তার আগেই আজ ই-স্কুটারটির বুকিং নেওয়ার কথা ঘোষণা করল এথার। বুক করতে লাগছে ২,৫০০ টাকা। যার পুরোটাই ফেরতযোগ্য।

3 আগস্ট লঞ্চের আগে Ather 450S এর বুকিং শুরু

এন্ট্রি-লেভেল Ather 450S-এর স্থান সংস্থার পোর্টফোলিও-তে 450X-এর নীচে হবে। প্রারম্ভিক দাম ১.৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর দাম বাড়ানো হবে। ৯০ কিমি প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটি সম্পূর্ণ চার্জে ১১৫ কিলোমিটার রেঞ্জ (পরীক্ষিত) প্রদান করবে বলে দাবি সংস্থার।

টিজারে 450S-এ কালার এলসিডি স্ক্রিন থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। যেখানে 450X টাচস্ক্রিন টিএফটি ডিসপ্লের সঙ্গে এসেছে। টাচ ফিচার বাদ দেওয়ার ফলে এথারকে 450S-এর দাম কম রাখতে সহায়তা করবে। আবার Ather 450S-এর কালার এলসিডি স্ক্রিনে গুগল ম্যাপ নেভিগেশন এবং ডকুমেন্ট স্টোরেজ করার সুবিধা নাও মিলতে পারে। তবে এতে ব্লুটুথ কানেক্টিভিটি থাকছে কিনা, সেটা এখনও জানা যায়নি।

Ather 450S-এর টপ স্পিড 450X-এর সমান হওয়ার কারণে এতেও একই ইলেকট্রিক মোটর ব্যবহার করা হবে বলে অনুমান করা হচ্ছে। যা কে ৮.৫৮ বিএইচপি ক্ষমতা এবং ২৬ এনএম টর্ক মিলবে। শক্তির উৎস হিসাবে থাকবে একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ১১৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে।

উপরিউক্ত তথ্য ছাড়া Ather 450S-এর সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ৩ আগস্ট লঞ্চের পর সেগুলি সর্বসমক্ষে আসবে। বাজারে ই-স্কুটারটি Ola S1, TCS iQube, Ampere Primus-এর মতো মডেলগুলির সাথে সম্মুখ সমরে নামবে। শক্তির দিক থেকে একটি ১২৫ সিসি পেট্রল স্কুটারের বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে Ather 450S।