এসইউভি গাড়ির বাজারেও দাপট Maruti-র, তিন মাসেই মার্কেট শেয়ার দ্বিগুণ, কোন জাদুতে

দেশের বৃহত্তম যাত্রীগাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) এ বছর ভারতে দুটি এসইউভি (SUV) মডেল লঞ্চ করেছে। যেগুলি হল – Maruti Suzuki Brezza ও Grand Vitara। ফলে বোঝাই যাচ্ছে, এদেশে সংশ্লিষ্ট সেগমেন্টে চাহিদা বাড়তে দেখে বাজার ধরার কৌশল আঁটছে তারা। ইন্দো-জাপানি সংস্থাটির আশা, এই নতুন মডেলগুলির কাঁধে ভর করে ব্যবসায় সার্বিক উন্নয়ন ঘটবে।

এই প্রসঙ্গে মারুতি সুজুকির কার্যনির্বাহী আধিকারিক শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, এই দুই এসইউভি গাড়ি ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে, যার ফলে সংস্থার মার্কেট শেয়ার বেড়েছে। তাঁর কথায়, “জুলাইয়ে এসইউভি সেগমেন্টে আমাদের মার্কেট শেয়ার ছিল ৭.১%। আগস্টে তা বেড়ে হয়েছে ১০.৮%। আবার সেপ্টেম্বর ও অক্টোবরে সেটা যথাক্রমে ১৩.০১% এবং ১৪.৪%। এতে বৃদ্ধির ক্রম দেখা যাচ্ছে।”

প্রসঙ্গত, Maruti Suzuki Brezza-র এদেশে দাম ৭.৯৯ লাখ থেকে ১৩.৯৬ লাখ টাকা। এর প্রতিপক্ষ মডেলগুলির তালিকায় রয়েছে Hyundai Venue, Kia Sonet, Tata Nexon, Nissan Magnite, Mahindra XUV300 ও Renault Kiger। অন্যদিকে মারুতি সুজুকির সদ্য লঞ্চ হওয়া Grand Vitara কিনতে খরচ পড়ে ১০.৪৫-১৯.৬৫ লক্ষ টাকা।

ভারতে Maruti Grand Vitara-র প্রতিদ্বন্দ্বীদের মধ্যে Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq, Volkswagen Taigun ও Toyota Hyryder-এর নাম নেওয়া যায়। এদিকে মারুতি সুজুকি উভয় মডেলের সিএনজি ভার্সন লঞ্চের জন্য কোমর বেঁধেছে।

বাজারচলতি Brezza-তে মিল্ড হাইব্রিড টেকনোলজি সহ একটি ১.৫ লিটার ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনে অফার করা হয়। যা থেকে ১০৫ পিএস শক্তি এবং ১৩৮ এমএম টর্ক উৎপন্ন হয়। ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। অন্যদিকে Grand Vitara একটি ১.৫ লিটার স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিনে ছোটে। যার আউটপুট ১১৬ পিএস এবং মাইলেজ ২৭.৯৭ কিলোমিটার/লিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *