Hero Electric: সহজ লোনে বৈদ্যুতিক স্কুটার কেনার সুবিধা দিতে অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে জোট বাঁধল হিরো ইলেকট্রিক

এবার Hero Electric-এর বৈদ্যুতিক স্কুটার কেনা আরও সহজ হল। এই মর্মে সংস্থাটি Axis Bank-এর সাথে গাঁটছড়া বেঁধেছে। সংস্থা দুটি যৌথভাবে ‘রিটেল ফাইন্যান্সিং সলিউশন’ নিয়ে এসেছে যাতে আরো নির্ঝঞ্ঝাটে হিরোর ইলেকট্রিক টু-হুইলার কেনা যায়। এর ফলে নিজেদের বিক্রি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে Hero Electric।

হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর সঙ্গে জোট বাঁধার ফলে গ্রাহকরা বিভিন্ন ‘ভ্যালু-অ্যাডেড ফিনান্সিয়াল বেনিফিট’ পাবেন। ন্যূনতম নথি, সহজ কিস্তি ও ঝুট-ঝামেলাহীন ই-স্কুটার কেনার অভিজ্ঞতা দেওয়া হবে গ্রাহকদের। হিরো-র অর্থনৈতিক অংশীদার হিসেবে গ্রাহক ও ডিলারদের ‘কাস্টমাইজড’ লোন এবং তা পরিশোধের অধিক সময়সীমার মতো পরিষেবা দেওয়ার কাজটি করবে অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)।

এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল (Sohinder Gill) বলেছেন, “বিগত কয়েক মাস ধরে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদার বৃদ্ধি লক্ষ্য করছি। গ্রাহকদের ইভি টু-হুইলারের সেরা মালিকানার অভিজ্ঞতা দিতে আমরা বদ্ধপরিকর। টু-হুইলারের মালিকানাকে আরও সরল করে আমরা ব্যক্তিগত তহবিলের বিকল্পগুলি প্রসারিত করছি। এর ফলে টু-হুইলার কেনা আরো সহজতর হবে।”

গিল আরও বলেছেন, “চাহিদা বৃদ্ধির সাথে ভারতে বিক্রির গতি বাড়াতে আনতে দেশের নন-টিয়ার-১ শহর এবং গ্রামাঞ্চলগুলিতে আমাদের পণ্যগুলি নিয়ে আসাই লক্ষ্য। এই অংশীদারিত্বের ফলে বাজারে পরিবেশবান্ধব যানবাহন নিয়ে আসার যাত্রা পথ আরো দৃঢ় করবে।” প্রসঙ্গত, এই নতুন ‘রিটেল ফাইন্যান্সিং’-এর সুবিধা ভারতে Hero Electric-এর ৭৫০টি ডিলারশিপ থেকেই মিলবে বলে জানানো হয়েছে।