Noise লঞ্চ করল দেশের প্রথম Smart Ring, এবার জ্বর ও অন্যান্য হেল্থ আপডেট দেবে আঙুলের আংটিই

Noise Luna: প্রযুক্তির বিকাশকে হাতিয়ার করে এবং সময়ের সাথে তাল মিলিয়ে ফোন, টিভি, হাতঘড়ি – সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসই ‘স্মার্ট’ হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষ স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্টওয়াচ জাতীয় আধুনিক ডিভাইসগুলি ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে যদি এবার থেকে আঙুলের আংটিই এমনই আধুনিকভাবে আপনার দৈনন্দিন জীবনে সহায়তা করে, তাহলে কেমন হবে? অবাক হওয়ার কিছু নেই, কারণ আজ ভারতের জনপ্রিয় আনুষাঙ্গিক নির্মাতা Noise আজ দেশীয় বাজারের প্রথম স্মার্ট রিং (Smart Ring) লঞ্চ করেছে। এই নতুন স্মার্ট গ্যাজেটটি আঙুলে আংটির মতো পরা যাবে এবং এর থেকে প্রতি মুহূর্তে শরীর-স্বাস্থ্য সম্পর্কে আপডেট পাওয়া যাবে। উল্লেখ্য, এর আগে আরেক ভারতীয় কোম্পানি BoAt সর্বপ্রথম দেশে এরকম চমৎকার ডিভাইস লঞ্চ করবে বলে শোনা গিয়েছিল, তবে দেখা যাচ্ছে যে আদতে তাকে হার মানিয়েছে Noise।

Noise Luna Smart Ring-এর দাম, লভ্যতা

এই মুহূর্তে নয়েজ কোম্পানি তার নতুন প্রোডাক্ট মানে নয়েজ লুনা স্মার্ট রিংয়ের দাম সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে তারা এটি কেনার জন্য ‘নয়েজ পাস’ (Noise Pass) নামক একটি বিকল্প চালু করেছে, যার দাম ২,০০০ টাকা। এই পাসটি কিনলে নতুন স্মার্ট রিংটি খরিদ করার সময় ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আগ্রহীরা এটি সাতটি সাইজ এবং পাঁচটি রঙে কিনতে পারবেন।

খুব শীঘ্রই এই নয়েজ লুনা স্মার্ট রিংয়ের উপলভ্যতা সংক্রান্ত তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Noise Luna Smart Ring-এর স্পেসিফিকেশন

সদ্য নয়েজ লুনা নামক স্মার্ট রিং বা আধুনিক আংটিটি খুব হালকা এবং ৩ মিমি পাতলা ডিজাইন বহন করে। এটিতে উপাদান হিসেবে ফাইটার জেট গ্রেটের টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে। এরই সাথে স্মার্ট রিংটিতে আছে হীরার মতো আবরণ, যার কারণে এটিতে স্ক্র্যাচপ্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোটেকশন মিলবে। বলে রাখি, নয়েজ লুনার ভেতরে ইনফ্রারেড সেন্সর আছে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পিপিজি (PPG) সেন্সর, টেম্পারেচর সেন্সর, থ্রি-অ্যাক্সিস অ্যাক্সিলোমিটার, চার্জিং পিন ইত্যাদি।

কার্যকারিতার কথা বললে, নয়েজ লুনা রিং ইউজারের হার্ট রেট ট্র্যাক করবে, এতে আছে রক্তে অক্সিজেনের মাত্রা মাপক SpO2 সেন্সরও। এটি প্রতি মুহূর্তে জ্বর সংক্রান্ত এবং অন্যান্য শরীর সম্বন্ধিত বিষয়ে আপডেট দেবে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কোম্পানি, নয়েজ লুনার জন্য ফিলিপস (Phillips) কোম্পানির সাথে হাত মিলিয়েছে। এটি, ব্লুটুথ লো এনার্জি (BLE 5) সাপোর্ট এবং ৭ দিনের ব্যাকআপ অফার করবে।