Maruti Suzuki মধ্যবিত্তের জন্য দেশের প্রথম সস্তা ফ্লেক্স ফুয়েল গাড়ি আনছে

ভারতে দীর্ঘদিন ধরেই পরিবেশ দূষণের হাত থেকে নিস্তার পেতে বিকল্প জ্বালানি ব্যবহারে জোর দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। এদের মধ্যে বিদ্যুতের পর ইথানল ও মিথানলকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। পেট্রলের সাথে ইথানল মিশ্রিত করে চলতে সক্ষম এমন ইঞ্জিন বা ফ্লেক্স ফুয়েল (Flex-Fuel) ইঞ্জিন সমেত গাড়ি আনার জন্য বিভিন্ন সংস্থা এ কাজে কোমর বেঁধেছে। যার মধ্যে জাপানি কোম্পানি টয়োটা (Toyota) ইতিমধ্যেই তাদের Corolla Altis Hybrid নামক ফ্লেক্স ফুয়েল মডেলটি গত অক্টোবরে ভারতে প্রদর্শন করেছে।
এবার দেশের মধ্যবিত্ত শ্রেণীর জন্য তাদের প্রথম এমন ধরনের গাড়ির উপর থেকে পর্দা সরাল মারুতি সুজুকি (Maruti Suzuki)। যা আসলে WagonR হ্যাচব্যাকের ফ্লেক্স ফুয়েল ভার্সন। আপাতত প্রোটোটাইপ মডেলটি জনসমক্ষে আনা হয়েছে।

সূত্রের খবর, সংস্থার সদর দপ্তর সুজুকি মোটর কর্পোরেশনের সহায়তায় প্রকৌশলীদের দল WagonR FFV-এর মডেলটি দেশীয় প্রযুক্তিতে এবং দেশের মাটিতে নির্মাণ করেছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ীর উপস্থিতিতে গাড়িটির সর্বসমক্ষে হাজির করেছিল অল্টোর নির্মাতা।

Maruti Suzuki WagonR Flex-Fuel-এ নতুনত্ব কী আছে

Toyota Corolla Altis Hybrid-এর পর WagonR FFV দেশের দ্বিতীয় ফ্লেক্স ফুয়েল মডেল হলেও এটিই সাধারণ মানুষের হাতের নাগালের প্রথম মডেল। পেট্রোলে ২০% থেকে ৮৫% ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে পারবে গাড়িটি। এতে উপলব্ধ নতুন ফুয়েল সিস্টেম টেকনোলজি। যার ফলে ঠান্ডার দিনেও ইঞ্জিন চালু হতে কোনো সমস্যা হবে না।

অন্যান্য ফিচারের মধ্যে এতে উপস্থিত ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, নতুন ফুয়েল পাম্প এবং ফুয়েল ইঞ্জেক্টর। একই সাথে গাড়িটির কারিগরি ক্ষেত্রেও বিভিন্ন আপগ্রেড ঘটানো হয়েছে। গাড়িটি ভারত সরকারের আসন্ন দ্বিতীয় পর্যায়ের বিএস৬ নির্গমন বিধি পালন করেই বাজারে আসবে বলে খবর।

Maruti Suzuki WagonR Flex-Fuel- ইঞ্জিন স্পেসিফিকেশন

Maruti Suzuki WagonR Flex-Fuel-এর প্রোটোটাইপ ভার্সনে দেওয়া হয়েছে একটি ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন। যা থেকে ৬,০০০ আরপিএম গতিতে ৮৮.৫ বিএইচপি শক্তি এবং ৪,৪০০ আরপিএম গতিতে ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত একটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

Maruti Suzuki WagonR Flex-Fuel- লঞ্চের সময়কাল

মারুতি সুজুকির তরফে জানানো হয়েছে ২০২৫-এ তাদের প্রথম ফ্লেক্স ফুয়েল গাড়িটি বাজারে হাজির করা হবে। তাদের প্রথম মডেল হিসেবে WagonR Flex-Fuel আসার প্রবল সম্ভাবনা। তবে পেট্রোল ভ্যারিয়েন্টের সাথে ফ্লেক্স ফুয়েল মডেলটির আর কী কী ফারাক থাকবে তা সময়ই জবাব দেবে।