মূল্যবৃদ্ধির বাজারে অতিরিক্ত বোঝা, Maruti, Tata-সহ প্রতিটি সংস্থা দাম বাড়ানোর পথে

গোটা বিশ্বজুড়েই বেড়ে চলা মূল্য বৃদ্ধির প্রভাবে বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন। সময়ের সঙ্গে প্রতিদিনই বেড়ে চলেছে সমস্ত জিনিসপত্রের দাম। এই পরিস্থিতির সরাসরি প্রভাব এসে পড়েছে গাড়ির ব্যবসাতেও। দেশীয় কিংবা বিদেশি সমস্ত ব্র্যান্ড বছরের নানা সময়ে দাম বৃদ্ধির পথে হেঁটেছে। আর কয়েক দিনের মধ্যেই এসে যাবে আরেকটি নতুন বছর। ২০২৩-এ পা না রাখতেই ইতিমধ্যে জানুয়ারি থেকেই গাড়ির দাম বাড়ানোর কথা জানিয়েছে মার্সিডিজ বেঞ্জ, অডি, রেনো, কিয়া, সিট্রোয়েন, টাটা মোটরস ও মারুতি সুজুকিরা। প্রত্যেক সংস্থাই যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতিকেই দায়ী করেছে এর পেছনে।

Maruti Suzuki

ভারতবর্ষের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা হিসাবে পরিচিতি মারুতি সুজুকি। আগামী বছরে জানুয়ারি মাস থেকেই তারা বেশ কয়েকটি মডেলের দাম বৃদ্ধির কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে। তাদের যুক্তি সামগ্রিক মুদ্রাস্ফীতি এবং সাম্প্রতিককালে তৈরি হওয়া নতুন নিয়মাবলীর ফলেই খানিকটা বাধ্য হয়ে গ্রাহকদের উপর এই বোঝা তারা চাপাচ্ছেন।

Tata Motors

একই পথে চলতে বাধ্য হয়েছ নেক্সন-এর জন্মদাতা টাটা মোটরস। আগামী বছরের ১লা এপ্রিল থেকেই নতুন কার্বন নির্গমন বিভি চালু হচ্ছে ভারতে। আর সেটি অনুসরণ করে আপগ্রেডের জন্য আগামী মাস থেকে সমস্ত যাত্রীবাহী গাড়ির দাম বাড়াচ্ছে তারা। তাছাড়াও গাড়িতে ব্যবহৃত যন্ত্রাংশের দামী হওয়া অন্যতম একটি কারণ।

Mercedes Benz

এদেশে বিগত কয়েক দশক ধরেই বিলাসবহুল গাড়ির ভাষা হয়ে উঠেছে জার্মান ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ। আগামী মাস থেকেই তাদের যাবতীয় গাড়ির এক্স শোরুম মূল্য ৫% বাড়তে চলেছে বলে জানিয়েছে তারা। এর প্রধান কারণ অবশ্যই মুদ্রাস্ফীতির চাপ ও ক্রমাগত উৎপাদন খরচ বৃদ্ধি। অবশ্য গাড়িগুলির মডেল অনুযায়ী দাম বাড়ার অঙ্ক ভিন্ন হবে।

Renault

এই একই রাস্তায় হেঁটেছে Kwid, Kiger কিংবা Triber-র মত জনপ্রিয় ফ্যামিলি কার নির্মাতা রেনো। আগামী জানুয়ারি মাস থেকেই তাদের এই তিনটি গাড়ির উপরেই দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে তারা। দাম বাড়িয়ে দীর্ঘদিন ধরে বেড়ে চলা আমদানি খরচকে লাগাম পড়াতে চাইছে এই সংস্থা।

Kia

এর পাশাপাশি ২০২৩-র জানুয়ারি মাস থেকে বেশ কয়েকটি গাড়ির দাম কথা জানিয়েছে কিয়া ইন্ডিয়া। এদের মধ্যে রয়েছে Seltos, Sonet, Carens, Carnival এবং EV6 এর মতো জনপ্রিয় সব গাড়ি। অবশ্য চলতি বছরের এপ্রিল মাসের পর এটি তাদের দ্বিতীয় মূল্যবৃদ্ধি। যদিও কিয়ার হাতে থাকা তিনটি রো যুক্ত মডেল Carens এর দাম এই নিয়ে ফেব্রুয়ারি মাসের পর থেকে তৃতীয় বার বাড়ানোর কথা ঘোষণা করল তারা।

Citroen

মূল্যবৃদ্ধির এই সারিতে পিছিয়ে নেই Citroen। কয়েক মাস আগেই বাজারে আসে তাদের নতুন হাজব্যাক মডেল Citroen C3। ভারতবর্ষ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা মুদ্রাস্ফীতির কালো ছায়া এবং আমদানি খরচকেই ভিলেন হিসেবে দায়ী করেছে এই সংস্থা। সে কারণেই আগামী মাস থেকেই তাদের Citroen C5 Aircross ও Citroen C3 গাড়ি দুটির বিক্রয় মূল্য বাড়িয়েছে তারা।

Audi

আরেক জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা অডি ভারতে তাদের পোর্টফোলিওতে থাকা বিভিন্ন গাড়ির দাম ১.৭ শতাংশ বাড়াতে চলেছে বলে ঘোষণা করেছে। সাপ্লাই চেইনে সমস্যা এবং অন্যান্য খরচ বেড়ে যাওয়ার কারণে উক্ত পদক্ষেপ নিয়েছে তারা।