সুখবর, ভারতে শুরু হচ্ছে iPhone 13 এর উৎপাদন, বিদেশেও রপ্তানি করার ভাবনা

চলতি বছরের সেপ্টেম্বরে Apple তাদের পরবর্তী প্রজন্মের আইফোন সিরিজ, iPhone 13 লঞ্চ করে। এই সিরিজের অধীন iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max- এই চারটি মডেল লঞ্চ হয়েছে। বাজারে আসতেই ভারতীয় ক্রেতাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে এই সিরিজের বেস মডেল অর্থাৎ iPhone 13 স্মার্টফোনটি। এমনকি ভারতে অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের শিরোপা পেয়েছে এটি। আর এখন শোনা যাচ্ছে, আমেরিকার কোম্পানিটি ভারতীয় বাজারে iPhone 13 মডেলের উৎপাদন শুরু করার জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, ফোনটির ট্রায়াল প্রোডাকশনও শুরু হয়ে গিয়েছে বলে খবর।

iPhone 13- এর ট্রায়াল’ প্রোডাকশন শুরু হল ভারতের কারখানায়

ইকোনমিক টাইমসের ( Economic Times) একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে অ্যাপলের চুক্তিবদ্ধ আইফোন প্রস্তুতকারক সংস্থা ফক্সকন (Foxconn) তামিলনাড়ুর চেন্নাইয়ের প্ল্যান্টে শুরু করেছে আইফোন ১৩ ফোনের ট্রায়াল প্রোডাকশন।

রিপোর্টে আরও বলা হয়েছে, অ্যাপলের ভারতে iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max ফোন দুটির উৎপাদনের কোনও পরিকল্পনা আছে বলে মনে করা হচ্ছে না‌‌। শুধুই বেস মডেলটিরই উৎপাদন হতে পারে চেন্নাইয়ের প্ল্যান্টে। সবকিছু ঠিকঠাক চললে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের জন্য ভারতে iPhone 13 ফোনের কমার্শিয়াল বা বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে ২০২৩ সালের ফেব্রয়ারিতে।

বর্তমানে স্মার্টফোন উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর বা চিপের বিশ্বব্যাপী ঘাটতি রয়েছে। তবে ভারতীয় বাজারে সাম্প্রতিক আইফোনের উৎপাদন বৃদ্ধি করতে, কোম্পানি ইতিমধ্যেই প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর উপাদানগুলির সরবরাহ অবাধ রেখেছে বলেই অনুমান।

ভারতীয় বাজারে উৎপাদিত আইফোনের প্রায় ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ সাধারণত অন্যান্য মার্কেটে রপ্তানি করা হয়। যদি এই নিয়ম নতুন iPhone 13 মডেলের জন্যও বহাল থাকে, তাহলে এই ফোনের সরবরাহ বৃদ্ধিতে ভারতের উৎপাদন অ্যাপলকে সহায়তা করবে।

প্রসঙ্গত, অ্যাপল ইতিমধ্যেই তামিলনাড়ুর ফক্সকন প্ল্যান্টে iPhone 11 এবং iPhone 12 ফোনের উৎপাদন করেছে। আবার অন্যদিকে, iPhone SE বেঙ্গালুরুর উইস্ট্রন (Wistron) প্ল্যান্টে তৈরি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ভারতে বিক্রি হওয়া অ্যাপলের স্মার্টফোনের প্রায় ৭০ শতাংশই স্থানীয়ভাবে তৈরি।