New Maruti Eeco: মারুতি দেশের সবচেয়ে সস্তা 7 সিটার গাড়ি লঞ্চ করল, মাইলেজ 27 কিমি

ভারতের বাজারে যাত্রীবাহী ভ্যান গাড়ির নাম বলতে গেলে হাতেগোনা কয়েকটি রয়েছে। যার মধ্যে সর্বাধিক জনপ্রিয় মডেলটি হল Maruti Suzuki Eeco। দীর্ঘদিন ধরে এই মাল্টিপারপাস ভেহিকেলটি সেভাবে কোনো আপডেট পায়নি। ক্রেতাদের প্রত্যাশা পূরণে তাই ইকো গাড়িটি নতুন অবতারে লঞ্চ করল মারুতি। যার দাম শুরু হচ্ছে ৫.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। এটি ১৩টি ভ্যারিয়েন্টে বিক্রি করা হবে। যার মধ্যে রয়েছে ৫ ও ৭ আসন সংখ্যার মডেল। কার্গো, ট্যুর ও অ্যাম্বুলেন্স ভার্সনেও মিলবে ইকো।

নতুন Eeco ডিজাইন এবং কারিগরি দিক থেকে একাধিক পরিবর্তন পেয়েছে। এটি সিএনজি এবং পেট্রোল উভয় জ্বালানির বিকল্পে বিক্রি করা হবে। এই প্রসঙ্গে মারুতি সুজুকির এসইও শশাঙ্ক বাস্তব বলেন, “Eeco গাড়িটি এখনও পর্যন্ত ৯.৭৫ লাখের বেশি গ্রাহক কিনেছেন। বর্তমানে গাড়িটির মার্কেট শেয়ার ৯৩ শতাংশ।”

ইকো-র নয়া মডেলটি মারুতির ১.২ ডুয়েল জেট পেট্রোল ইঞ্জিন সমেত এসেছে। এই একই ইঞ্জিন Dzire, Swift, Baleno সহ আরও অন্যান্য মডেলেও ব্যবহার করা হয়েছে। এটি থেকে ৬,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮০.৭৬ পিএস শক্তি এবং ৩,০০০ আরপিএম গতিতে ১০৪.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। তবে সিএনজি ভার্সনের আউটপুট কমে হতে পারে ৭১.৬৫ পিএস শক্তি ও ৯৫ এনএম টর্ক।

সংস্থার দাবি, ১ লিটার পেট্রোলে নতুন প্রজন্মের Maruti Suzuki Eeco ২০.২০ কিমি পথ চলতে পারবে। আবার সিএনজি ভার্সনের মাইলেজ ২৭.০৫ কিমি। এই মাইলেজ বিদায়ী মডেলগুলির চাইতে যথাক্রমে ২৫ শতাংশ ও ২৯ শতাংশ বেশি। গাড়িটির ফিচারের তালিকায় রয়েছে ড্রাইভার ফোকাস্ড কন্ট্রোল, রিক্লাইনিং ফ্রন্ট সিট, কেবিন এয়ার ফিল্টার, নতুন ব্যাটারি সেভার ফাংশন, একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, নতুন স্টিয়ারিং হুইল এবং এসি কন্ট্রোল ও হিটার। এছাড়া রয়েছে ডুয়েল এয়ার ব্যাগ, ইবিডি সহ এবিএস, ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *