Car Launches in March: স্টাইল-ফিচারে সাড়া ফেলবে, বাজার কাঁপাতে মার্চে আসতে পারে এই গাড়িগুলি

মার্চের প্রথম দিনেই ভারতের অটোমোবাইলের বাজার সম্পর্কিত নতুন খবর সামনে এলো। প্রতি মাসের ন্যায় এমাসেও ভারতীয়রা একাধিক সেডান এবং এসইউভি গাড়ি লঞ্চের সাক্ষী থাকবে। যার মধ্যে বেশিরভাগ মডেল এপ্রিল থেকে কার্যকর হতে চলা নয়া নির্গমন বিধি বিএস৬ ফেজ২ মেনে হাজির হবে। আবার দুটি রয়েছে ২০ লাখের কম দামের মডেল। আসুন চলতি মাসে লঞ্চ হতে চলা গাড়িগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

New Honda City

২ মার্চ অর্থাৎ রাত পোহালেই ভারতের বাজারে নয়া ভার্সনে পা রাখতে চলেছে এ মাসের প্রথম গাড়ি Honda City। গাড়িটির ছবি সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। এটি চারটি ভ্যারিয়েন্টে হাজির হবে – SV, V, VX এবং ZX। এটি বিএস৬ ফেজ২ নির্গমন বিধি মেনে আসবে। এতে থাকবে একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন, সাথে ম্যানুয়াল এবং সিভিটি গিয়ারবক্স। ডিজেল ভার্সনে আসবে না এটি।

Toyota Innova Crysta Diesel

জানুয়ারি ২০২৩ থেকে টয়োটা ইন্ডিয়া তাদের নতুন সংস্করণের Innova Crysta-এর বুকিং গ্রহণ শুরু করেছে। এমাসেই গাড়িটি হাজির হবে। এই মাল্টি পারপাস ভেহিকেলটি একটি ২.৪ লিটার ডিজেল মোটর সহ অফার করা হবে। এতে থাকবে একটি ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। পেট্রোল ইঞ্জিন এবং অটোমেটেড ট্রান্সমিশন অফারের তালিকা থেকে বাদ পড়তে চলেছে। মোট চারটি ভ্যারিয়েন্টে আসবে গাড়িটি – G, GX, VX ও ZX।

নতুন Hyundai Verna

মাঝারি আকারের সেডান Hyundai Verna-র দ্বিতীয় প্রজন্মের মডেল হাজির হতে চলেছে। ২১ মার্চ লঞ্চ হবে গাড়িটি। সম্পূর্ণ নতুন বহিরঙ্গের ডিজাইন এবং স্টাইলিং সহ আসবে এটি। এমনকি কেবিন এবং ফিচারেও আপডেট নজরে পড়বে। এদিকে গাড়িটির দাম এখনও ঘোষিত না হলেও, ২৫,০০০ টাকা দিয়ে বুকিং করা যাচ্ছে। নতুন Verna-তে থাকবে একটি ডিজেল পাওয়ারট্রেন। এছাড়া বিএস৬ ফেজ২ সহায়ক ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড এবং ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন সহ বেছে নেওয়া যাবে। ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে গাড়িটি উপলব্ধ হবে।

2023 Huundai Alcazar

চলতি সপ্তাহের প্রথম দিকে হুন্ডাই (Hyundai)-এর ভারতীয় শাখা তাদের ২০২৩ মডেলের Alcazar গাড়িটির বুকিং নেওয়া শুরু করেছে। আশা করা হচ্ছে, মার্চেই লঞ্চ হবে এটি। ২.০ লিটার পেট্রল ইঞ্জিনের পরিবর্তে ১.৫ লিটার টার্বো পেট্রোল পাওয়ারট্রেন সহ আসবে গাড়িটি। নতুন Alcazar-এ ৬-স্পিড ম্যানুয়াল এবং ৭-স্পিড ডুয়েল ক্লাচ গিয়ার বক্স থাকছে। আরডিই এবং ই২০ জ্বালানির ইঞ্জিনের সাথে আইডল স্টার্ট/স্টপ টেকনোলজি দেওয়া হবে। এতে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনের বিকল্পটিও উপলব্ধ থাকবে। গাড়িটি ৬ এবং ৭ আসন সংখ্যায় অফার করা হবে।

নতুন Hyundai i20

যেখানে হুন্ডাই (Hyundai)-এর বেশিরভাগ গাড়ি বিএস৬ ফেজ২ নির্গমন বিধির ইঞ্জিন আপডেট হিসেবে পেয়েছে, সেখানে i20 হ্যাচব্যাক মডেলটি এখনও পেছনের সারিতে অবস্থান করছে। তাই এবারে আপডেটেড ইঞ্জিন সহ গাড়িটি লঞ্চের ক্ষেত্রে উঠে পড়ে লেগেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা। এমাসেই নয়া ভার্সনে হাজির করা হবে। এদিকে i20-এর ডিজেল ভ্যারিয়েন্টের বিক্রি বন্ধ করা হতে পারে।

Maruti Suzuki Fronx

মারুতি সুজুকি তাদের নতুন এসইউভি Fronx এ মাসেই বাজারে উপস্থিত করবে। ইতিমধ্যেই ১০,০০০-এর বেশি বুকিং পেয়েছে গাড়িটি। সংস্থার জনপ্রিয় Baleno-এর উপর ভিত্তি ক্রসওভার মডেলটি পাঁচটি ভ্যারিয়েন্ট এবং দুই ধরনের ইঞ্জিনের বিকল্পে আসবে। এ মাসেই গাড়িটির দাম ঘোষণা করা হবে। সংস্থার লাইনআপে গাড়িটির স্থান Brezza ও Baleno-র মাঝে হবে।

এদিকে সম্প্রতি, মারুতি সুজুকি তাদের Ignis-এর আরডিই এবং ই২০ জ্বালানি সহায়ক মডেলটি লঞ্চ করেছে। পাশাপাশি Swift, Dzire, WagonR গাড়িগুলিও নতুন নির্গমন বিধি মেনে হাজির করা হতে পারে বলে আশা করা হচ্ছে।