Motorolar-র নতুন কীর্তি, মিড রেঞ্জে স্টাইলাস সাপোর্ট সহ লঞ্চ হল Moto G Stylus (2023), রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Motorola Moto G Stylus (2023) এর ৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯৯ ডলার (প্রায় ৩২,৯৯৮ টাকা)

Motorola Moto G Stylus (2023) আজ অর্থাৎ ৩১ মার্চ লঞ্চ হল। এটি Moto G Stylus (2022) এর উত্তরসূরী। নয়া ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ও এলসিডি ডিসপ্লে সহ এসেছে। আবার এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এক কথায় Motorola Moto G Stylus (2023) একটি ফিচারে ঠাসা মিড রেঞ্জ ফোন। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

মোটো জি স্টাইলাস (২০২৩) এর দাম – Moto G Stylus (2023) Price

মোটো জি স্টাইলাস (২০২৩) এর ৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯৯ ডলার (প্রায় ৩২,৯৯৮ টাকা)। এটি রোজ শ্যাম্পেন ও কসমিক ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আমেরিকার বাইরে ভারত সহ বিভিন্ন দেশে ফোনটি ‌কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

Moto G Stylus (2023) এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটো জি স্টাইলাস (২০২৩) ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্টাইলাস সাপোর্ট সহ আসা এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এটি ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মোটো জি স্টাইলাস (২০২৩) অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাইইউএক্স কাস্টম স্কিনে চলবে। হ্যান্ডসেটটি একটি অ্যান্ড্রয়েড ও তিনবছর সিকিউরিটি আপডেট পাবে।

ক্যামেরার কথা বললে, Moto G Stylus (2023) ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, এটি ম্যাক্রো সেন্সর হিসেবেও ব্যবহার করা যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আর পাওয়ার ব্যাকআপের জন্য Moto G Stylus (2023) ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি স্টেরিও স্পিকার, হেডফোন জ্যাক ও মাইক্রোএসডি কার্ড স্লট সহ এসেছে।