মেড-ইন-ইন্ডিয়া গাড়ি বিশ্বজুড়ে রপ্তানির লক্ষ্যে চেন্নাইয়ের বন্দরের সঙ্গে চুক্তি Renault-Nissan জোটের

ফ্রান্সের রেনো (Renault) ও জাপানের নিসান (Nissan) এর জয়েন্ট ভেঞ্চার যৌথ সংস্থা রেনো নিসান (Renault Nissan) চেন্নাইযের কামারাজার বন্দর কর্তৃপক্ষের সাথে নতুন চুক্তি স্বাক্ষরে আবদ্ধ হওয়ার কথা ঘোষণা করল। চেন্নাইয়ের এই বন্দরের মাধ্যমে রেনো ও নিসানের ভারতে তৈরি গাড়িগুলি আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি দেবে। চেন্নাইতে অবস্থিত কারখানায় উৎপাদিত গাড়িগুলি রপ্তানির জন্য পাঠানো হবে বলে জানা গেছে।

Renault-Nissan ভারতে তৈরি গাড়ি কামরাজার বন্দরের মাধ্যমে এক্সপোর্ট করবে

রেনো ইন্ডিয়ার অপারেশন এর কান্ট্রি সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কটরাম মামিল্লাপাল্লে এবং রেনো নিসান অটোমোটিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কীর্তি প্রকাশের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন নিসান ইন্ডিয়ার সভাপতি ফ্র্যাঙ্ক তোরেস এবং কামারাজার পোর্ট লিমিটেড বা কেপিএল-এর ম্যানেজিং ডিরেক্টর সুনীল পালিওয়াল।

এই প্রসঙ্গে নিসান মোটরের সভাপতি তোরেস বলেন, “চেন্নাই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানির তালুক। সমগ্র বিশ্বে ব্যবসার ক্ষেত্রে প্রথম থেকেই আমরা ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ – এই নীতি মেনে এসেছি।” বস্তুত, চেন্নাইয়ের ওরগড়মে তৈরি হওয়া গাড়িগুলি একের পর এক নতুন দেশে রপ্তানি জারি রেখেছে রেনো নিসান। গত বছরেই তারা ১০ লক্ষ গাড়ি রপ্তানির মাইলফলক স্পর্শ করেছে।

তোরেসের কথায়, “বিশ্ববাজারে রেনো নিসান জোট সম্প্রতি ভারতের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ঘোষণা করেছে। যার মধ্যে অন্তর্ভুক্ত গবেষণা এবং উন্নয়ন প্রক্রিয়ার সাথে উৎপাদনের জোয়ার, নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ এবং কার্বনের নির্গমন কমিয়ে আনা। এই অংশীদারিত্ব ভারত থেকে গাড়ির রপ্তানি বাড়াতে আমাদের হাত শক্ত করবে।”

অন্যদিকে কেপিএল-এর পালিওয়াল বলেন, “এই জোট কামারাজার বন্দরের জন্য একটি উত্তেজনাপূর্ণ সুযোগ। গাড়ির রপ্তানি বৃদ্ধির মাধ্যমে ভারতের অর্থনীতিতে অবদান রাখতে পারবে বন্দরটি।” চেন্নাই এর কারখানায় তৈরি হওয়া গাড়ি, রপ্তানির পাশাপাশি ভারতের বাজারেও জোগান দেওয়া হয়। এখনও পর্যন্ত এখানে তৈরি হওয়া ২৪ লক্ষের বেশি গাড়ি ১০৮টি দেশে পাড়ি দিয়েছে। ইতিমধ্যেই রেনো এবং নিসান যৌথভাবে এদেশে প্রায় ১৪,৮৮২ কোটি টাকা বিনিয়োগ করেছে। এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭০,০০০-এর বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করা হয়েছে।