50MP ক্যামেরার সাথে 6000mAh ব্যাটারি, সেলের আগেই Samsung-এর এই ফোন কিনুন বিশাল ছাড়ে

শুরু হয়নি সেল, তবুও বেস্ট-সেলিং Samsung Galaxy F13 ফোন ব্যাপক ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে Flipkart।

চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলির কারণে বেশ কিছু সময় ভারতের মোবাইল বাজারে কুয়াশাচ্ছন্ন ছিল অন্যতম পুরোনো মোবাইল নির্মাতা Samsung। তবে বিগত দুই-তিন বছরে সেই ছবি আবার বদলে গেছে – এখন দেশের অধিকাংশ ক্রেতা এই দক্ষিণ কোরিয়ার সংস্থার দিকে ঝুঁকছেন, আর কোম্পানিও সাধারণ মানুষকে আকৃষ্ট করতে প্রায়ই বিভিন্ন দামে নতুন স্মার্টফোন লঞ্চ করছে। শুধু তাই নয়, Samsung নিজে এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলি অনেক Galaxy ফোনে দুর্দান্ত অফারও দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি পুজোর মুখে কম বাজেটে এই কোম্পানির একটি সেরা ফোন হাতে পেতে চান, তাহলে Samsung Galaxy F13 আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। আসলে ফেস্টিভ সেল শুরু না হলেও, পরিচিত অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart, অন্যতম বেস্ট-সেলিং (Best selling) এই Samsung ফোনটি ৭ হাজার টাকারও বেশি ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে। আর, এটি কিনলে আকর্ষণীয় ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং বিশাল ব্যাটারি ব্যাকআপের মতো সুবিধাও মিলবে। তো আসুন, এখন Samsung Galaxy F13-তে উপলব্ধ অফার এবং এর মূল ফিচারসমূহ এক নজরে দেখে নিই।

সেলের আগেই ছাড়ে কিনুন Samsung Galaxy F13

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৪,৯৯৯ টাকা, তবে এই মুহূর্তে এটি ফ্লিপকার্টে মাত্র ৯,১৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক (Sansung Axis Bank) কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।

এখানেই শেষ নয়, আপনি যদি পুরোনো কোনো স্মার্টফোনের বদলে এই স্যামসাং ফোনটি কিনতে চান, তাহলে ৬,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের ফায়দা নেওয়া যাবে। তবে এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে পুরোনো ফোনের ব্র্যান্ড, মডেল এবং অবস্থার ওপর।

Samsung Galaxy F13-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনে আছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশনসহ ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে এক্সিনস ৮৫০ প্রসেসর, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্প পাওয়া যাবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ১৫ ওয়াট স্ট্যান্ডার্ড চার্জিং প্রযুক্তির সাথে ৬,০০০ এমএএইচের দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে। আবার ফটোগ্রাফির জন্য এটিতে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ।

প্রসঙ্গত উল্লেখ্য, ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এফ১৩ প্রায় দু লাখের কাছাকাছি ইউজার রেটিং পেয়েছে।