Tata Harrier এবার বাহুবলীর ক্ষমতা নিয়ে আসছে, প্রতিযোগিতা একাই শেষ করবে

ভারতের বড় এসইউভি (SUV) গাড়ির বাজারে নতুনভাবে এন্ট্রি নিতে চলেছে Tata Harrier। আপকামিং ফেসলিফ্ট মডেলটিতে থাকতে চলেছে আরও বেশি চমক। বর্তমান মডেলের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে আসবে এটি। সেই ২০২০-র পর তেমনভাবে কোনো আপডেট পায়নি গাড়িটি। আর সে কারণেই এবার হ্যারিয়ার-কে বিশেষ গুরুত্ব দিচ্ছে টাটা। যাতে প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে বাজিমাত করা যায়।

নতুন Tata Harrier SUV শক্তি

জানা গিয়েছে, টাটা এবারে তাদের Harrier facelift লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ভারতে টেস্ট চলাকালীন গাড়িটির একাধিকবার দর্শন মিলেছে। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে এর ফিচারের তালিকায় উপস্থিত ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা এডিএএস, বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

নতুন ফিচার যুক্ত হওয়ার ফলে হ্যারিয়ার প্রতিপক্ষদের সঙ্গে যুঝতে সক্ষম হবে বলেই ধারনা টাটার। এর বাজার চলতি মডেলের ইঞ্জিন থেকে ১৬৭ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। যেখানে Tata XUV700-এর আউটপুট ১৮২ বিএইচপি। তাই আশা করা হচ্ছে Harrier facelift-এর ইঞ্জিনটি নতুনভাবে টিউন করবে যাতে বেশি শক্তি পাওয়া যায়।

নতুন Tata Harrier SUV অন্যান্য পরিবর্তন

অনুমান, Harrier facelift তার বহির্ভাগ ও অন্দরমহলে বেশকিছু অদলবদল হতে চলেছে। যেমন বডি প্যানেলে নতুন গ্রিল এবং বাম্পারের দেখা মিলতে পারে। আবার নতুন ডিজাইনের অ্যালয় হুইল সহ আসতে পারে 2023 Harrier।

কেবিনে বড় ইনফোটেনমেন্ট সিস্টেম এবং একটি নতুন ড্যাশবোর্ড লেআউট দেওয়া হতে পারে। অন্যান্য পরিবর্তনের মধ্যে নয়া ইন্টেরিয়ার কালার নজরে পড়বে। এদিকে বর্তমানে নতুন ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের উপর কাজ করছে টাটা। তবে এই ইঞ্জিনটি যে Tata Harrier-এ দেওয়া হবে, তেমন কোনো নিশ্চয়তা নেই।

2023 Tata Harrier SUV লঞ্চের সময়সূচি

টাটা তাদের Harrier ও Safari facelift আসন্ন ২০২৩ অটো এক্সপো (2023 Auto Expo)-তে প্রদর্শন করতে পারে। টাটার জন্য এটি হবে দুর্দান্ত সুযোগ। তখনই অথবা তার ক’মাস পর গাড়িটির দাম ঘোষণা করা হবে। নতুন সংস্করণের দাম পুরনোর চেয়ে ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকা বেশি হতে পারে।