Tata-র তিন জনপ্রিয় SUV-র নতুন রেড ডার্ক এডিশন আজ লঞ্চ হতে চলেছে, ফিচার কেমন

দেশ জুড়ে নতুন নির্গমন বিধি চালু হতে চলার প্রাক্কালে গাড়ি সংস্থাগুলির ব্যস্ততা চোখে পড়ার মতো। বিদ্যমান মডেলগুলির নয়া বিধি ওবিডি-২ মেনে আনার পাশাপাশি রয়েছে নতুন গাড়ির লঞ্চ। সবমিলিয়ে দম ফেলার ফুরসতটুকুও মিলছে না। উদাহরণস্বরূপ বলা যায় টাটা মোটরস (Tata Motors)-এর কথা। অটোমোবাইল কোম্পানিটি আজ আনুষ্ঠানিকভাবে Harrier, Nexon এবং Safari এর Red Dark Edition লঞ্চ করতে চলেছে। জানুয়ারি মাসে অটো এক্সপো-তে Harrier এবং Safari Red Dark Edition উন্মোচিত হলেও তালিকার নতুন সংযোজন Tata Nexon। চলুন তিনটি গাড়ির নতুন এডিশন সম্পর্কে জেনে নিই।

Tata Harrier, Nexon এবং Safari Red Dark Edition ডিজাইন

ডিজাইনের নিরিখে টাটা হ্যারিয়ার, নেক্সন এবং সাফারি রেড ডার্ক এডিশনে স্ট্যান্ডার্ড মডেলের ঘরানা বজায় রাখা হবে। তবে স্টাইলিং এলিমেন্টে কিছু তারতম্য নজরে পড়বে। যেমন বহিরঙ্গে সম্পূর্ণ ব্ল্যাক পেইন্ট স্কিম, রেডিয়েটর গ্রিল এবং ব্রেক ক্যালিপারে লালের স্পর্শ। আবার এসইউভিগুলিতে (SUV) চমকপ্রদ ও আকর্ষণীয় ডিজাইন ফুটিয়ে তুলতে থাকছে স্পেশাল বডি ডেকাল।

কেবিন

স্ট্যান্ডার্ড ভার্সনের সাথে নতুন ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলা Tata Harrier, Nexon এবং Safari Red Dark Edition-এর কেবিনে তেমন কোনো পার্থক্য থাকবে না। নতুনত্ব বলতে, কিছু জায়গায় লাল রঙের ছোঁয়া নজরে পড়বে। যেমন স্টিয়ারিং হুইল, সেন্টার কনসোল, ড্যাশ বোর্ড সিট এবং ডোর গ্র্যাব হ্যান্ডেল। আবার লোহিত আভার রেশ বজায় রাখতে সিট এবং আপহোলস্টেরি-তে লাল রঙের স্টিচিংয়ের দেখা মিলবে।

ফিচার্স

Tata Harrier এবং Safari Red Dark Edition-এর ফিচারের তালিকায় একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের দেখা মিলবে। যেখানে স্ট্যান্ডার্ড মডেলে রয়েছে ৭.০ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। উভয় মডেলই উক্ত বৈশিষ্ট্য সমেত এ বছর অটো এক্সপো-তে প্রদর্শিত হয়েছিল।

এছাড়া রেড ডার্ক এডিশনে নতুন ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, এডাস সেফটি টেকনোলজি সমেত হাজির হবে। মজার বিষয় এখন সাফারি এবং হ্যারিয়ার-এর প্রতিটি মডেলেই এই ফিচারগুলি মিলবে। আবার নেক্সন রেড ডার্ক এডিশনের স্ট্যান্ডার্ড মডেলটি একগুচ্ছ ফিচার সমেত আসবে।

পাওয়ারট্রেন

পাওয়ারট্রেন হিসেবে স্পেশাল এডিশনের এসইউভি তিনটিতে স্ট্যান্ডার্ড মডেলের ইঞ্জিন থাকছে। এমনকি এদের ট্রান্সমিশন বিকল্পেও সেভাবে কোনো পার্থক্য করা যাবে না। তবে আজ লঞ্চের পর বিষয়টি সকলের সামনে স্পষ্ট হবে। দাম সাধারণ মডেলের বেস ভ্যারিয়েন্টের তুলনায় হাজার তিরিশ-চল্লিশ বেশি রাখা হতে পারে।