নতুন অর্থবর্ষের আগে স্টক ক্লিয়ারেন্স সেল,1.25 লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট Tata, Hyundai এর গাড়িতে

ভারতের কয়েকটি গাড়ি সংস্থা হঠাৎ খুশির খবর নিয়ে হাজির হল। বাছাই করা কয়েকটি মডেলে ১.২৫ লক্ষ টাকার ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে রয়েছে – Tata, Mahindra, Hyundai এবং Kia। ছাড় দেওয়ার কারণ হল যাতে নতুন অর্থবর্ষের আগে স্টক খালি jiকরা যায়। আবার এ বছর এপ্রিল থেকে সমগ্র ভারতে নতুন নির্গমন বিধি ওবিডি-২ কার্যকর হতে চলেছে। সেই মোতাবেক ইঞ্জিন সহ গাড়ি আনার আগে শোরুমগুলিতে জায়গা খালি করতে তৎপর কোম্পানিগুলি। তাই ২০২২-২৩ অর্থবর্ষের শেষ পর্যন্ত এই ডিসকাউন্টের মেয়াদ ধার্য করা হয়েছে। উল্লেখ্য, অঞ্চল এবং ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ কম বেশি হতে পারে। তাই নিকটবর্তী শোরুমে অফার প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

Tata Safari

রিপোর্ট অনুযায়ী, টাটা মোটরস তাদের এসইউভি Safari-তে (২০২২-এর মডেল) ১.২৫ লক্ষ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে। তবে ভ্যারিয়েন্ট বিশেষে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন। এসইউভি গাড়িটি একটি ২.০ লিটার ডিজেল ইঞ্জিনে ছোটে। যাতে রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স বিকল্প।

Tata Harrier

টাটা তাদের ডিসকাউন্টের তালিকায় আরও একটি এসইউভি গাড়িকে অন্তর্ভুক্ত করেছে। যেটি হল – Tata Harrier। এটি কিনলে বর্তমানে ১.২ লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে। তবে এক্ষেত্রেও ভ্যারিয়েন্ট অনুযায়ী মিলবে ডিসকাউন্ট। সাফারি ইঞ্জিনটি এতেও ব্যবহার করা হয়েছে। ফিচারের মধ্যে বৃহত্তর ইন্টেরিয়ার, দৃঢ় মানের নির্মাণ, এবং মসৃণ অটোমেটিক ট্রান্সমিশন আছে।

Mahindra Thar

মাহিন্দ্রার জনপ্রিয় অফ-রোডার Thar-এর ২০২২ মডেলটির AX(O) ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে এক লক্ষ টাকার ডিসকাউন্ট। পেট্রোল এবং ডিজেল বিকল্পে উপলব্ধ বাড়িটি ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যায়।

Hyundai Verna

দক্ষিণ কোরিয়ান সংস্থা হুন্ডাইয়ের সেডান গাড়ি Verna(২০২২ মডেল)-র কয়েকটি বাছাই করা মডেল কিনলে মিলছে ১ লক্ষ টাকার ডিসকাউন্ট। যার মধ্যে রয়েছে ডিলার এন্ড স্কিম এবং বীমা-তে ছাড়। এটি একটি ডিজেল এবং দুটি পেট্রোল ইঞ্জিনে অফার করা হয়। এদের মাইলেজ ১৭.৭ থেকে ২৫ কিমি/লিটার।

Hyundai Alcazar

হুন্ডাই তাদের প্রিমিয়াম এসইউভি Alcazar (২০২২ এর মডেল)-এ দিচ্ছে ১.২ লক্ষ টাকা ছাড়ে বাড়ি নিয়ে আসার সুযোগ। এই ছাড়ের মধ্যে উপলব্ধ ডিলার এন্ড স্কিম এবং ইনসিওরেন্স ডিসকাউন্ট। গাড়িটি একটি ডিজেল ইঞ্জিন এবং একটি পেট্রোল ইঞ্জিনে বেছে নেওয়া যায়। আবার ম্যানুয়াল এবং অটোমেটিক – উভয় ট্রান্সমিশন বিকল্পে উপলব্ধ এটি।

Kia Seltos

দক্ষিণ কোরিয়ান গাড়ি নির্মাতা কিয়া তাদের বেস্ট সেলিং এসইউভি Seltos (২০২২ এর মডেল)-এ ১ লক্ষ টাকার ডিস্কাউন্টের ঘোষণা করেছে। সূত্রের খবর অনুযায়ী, কয়েকটি ডিলার ২০২২-এর দাম ধরেই বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল এবং টার্বোডিজেল ইঞ্জিন সহ বেছে নেওয়া যায় গাড়িটি।