জবরদস্ত ফিচার্সের সাথে ইলেকট্রিক মিনি বাইক এল বাজারে, এক চার্জে 160 কিমি চলবে

দুর্ধর্ষ স্টাইল এবং ফিউচারিস্টিক ডিজাইনের সাথে লঞ্চ হল ইলেকট্রিক মিনি বাইক। ব্রিটেনের বাজারে পা রেখেছে এটি। যার নাম Tromox Ukko S। এতদিন Grom-এর হাত ধরে মিনি মোটরসাইকেলের বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল হোন্ডা (Honda)। তবে এবারে Ukko S বৈদ্যুতিক মডেল হওয়া সত্ত্বেও নাকি এটি Honda Grom-কে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করবে‌। উচ্চ ফিচার এবং পারফরম্যান্সের কারণেই এই আত্মবিশ্বাস ট্রোমক্স (Tromox)-এর।

Tromox Ukko S ডিজাইন

Ukko S-এ রয়েছে একটি ইউনিক ডিজাইনের ভার্টিকালি স্টেট এলইডি ডিআরএল সহ এলইডি হেডলাইট। পিছনের অংশটি স্লিক ডিজাইনের। এর ফিগারের তালিকায় রয়েছে একটি সিঙ্গেল সাইডেড সুইংআর্ম, যা সাধারণত একটি ছোট মোটরসাইকেলে দেখা যায় না। আবার এতে তরুণ প্রজন্মের মন জিতে নেওয়ার মতো কালার অপশন দেওয়া হয়েছে।

Tromox Ukko S মোটর

অত্যাধুনিক ডিজাইনের মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে একটি ৮ কিলোওয়াট মোটর এবং একটি ৭২ ভোল্ট ৫৫ অ্যাম্পিয়ার আওয়ার রিমুভেবল ব্যাটারি। Honda Grom-এর চাইতে এর আউটপুট ১ হর্সপাওয়ার বেশি। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫৭ মাইল এবং রেঞ্জ ১৬০ কিমি। ইলেকট্রিক মোটরটির আউটপুট ১৮০ এনএম।

Tromox Ukko S-এর ফিচারের মধ্যে রয়েছে কিলেস ইগনিশন, স্মার্টফোন কানেক্টিভিটি, সিবিএস, সম্পূর্ণ এলইডি লাইট, রাইড মোড এবং ৫.৫ ইঞ্চি এলইডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। হার্ডওয়ারের প্রসঙ্গে বললে এতে দেওয়া হয়েছে ইউএসডি টেলিস্কোপিক ফর্ক এবং একটি গ্যাস চার্জড মোনোশক সাসপেনশন। দুদিকে ১৪ ইঞ্চির অ্যালয় হুইল। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ দু’চাকায় আছে পেডাল ডিস্ক। মাটি থেকে সিটের উচ্চতা ৭৭০ মিমি।

Tromox Ukko S দাম

ব্রিটেনার বাজারে Tromox Ukko S-এর দাম ২,৯৯৯ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২,৭৬ লক্ষ টাকা। তবে দুঃখের বিষয় ভারতের বাজারে বাইকটির লঞ্চের কোন সম্ভাবনা নেই বললেই চলে। তাও যদি মনে কেনার ইচ্ছে জাগে, তবে বিদেশ থেকে আমদানির অর্ডার দেওয়া ছাড়া উপায় নেই।