Tata Motors Dark Edition: নজরকাড়া লুকে টাটার তিন জনপ্রিয় গাড়ির ডার্ক এডিশন লঞ্চ হল, রইল দাম-ফিচারের খুঁটিনাটি

ভারতের অটোমোবাইল জায়েন্ট টাটা মোটরস (Tata Motors) Dark এডিশনের Nexon, Harrier এবং Safari লঞ্চ করল। এই এসইউভি (SUV) তিনটি পেট্রোল ও ডিজেল, উভয় জ্বালানির বিকল্পেই আনা হয়েছে। সাথে যুক্ত হয়েছে কিছু প্রিমিয়াম ফিচার। যেমন এডাস (ADAS) সেফটি টেকনোলজি, ২৬.৩ সেমি ইনফোটেনমেন্ট টাচস্ক্রিন এবং সম্পূর্ণ নতুন অ্যাডাপটিভ ইউজার ইন্টারফেস। ডার্ক রেঞ্জের এসইউভি মডেলগুলির প্রতিটি বিএস৬ ফেজ-২ নির্গমন বিধি সম্মত ইঞ্জিন সমেত এসেছে। এছাড়াও ই২০ অর্থাৎ ৮০ শতাংশ পেট্রল ও ২০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানিতেও চলতে সক্ষম হবে। টাটার সমস্ত স্বীকৃত ডিলারশিপ থেকে ৩০,০০০ টাকার বিনিময়ে বুকিং করা যাচ্ছে।

Dark Edition Harrier ও Safari হাইলাইট

টাটা হ্যারিয়ার এবং সাফারি ডার্ক এডিশনট নতুন বোল্ড ও ওবেরন ব্ল্যাক এক্সটেরিয়র পেইন্ট স্কিমে সেজে হাজির হয়েছে। গ্রিলটি জিরকন রেড অ্যাক্সেন্ট সহ পিয়ানো ব্ল্যাক কালারের। আবার R18 অ্যালয়গুলি চারকোল ব্ল্যাক এবং রেড ক্যালিপার দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। উভয় এসইউভির সামনের ফেন্ডারে একটি ডার্ক ব্যাজের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

টাটা সাফারি এবং হ্যারিয়ার ডার্ক এডিশনে দেওয়া হয়েছে ডায়মন্ড-স্টাইলের নতুন কার্নেলিয়ান রেড সিট। আবার ডোর এবং সেন্টার কনসোলে রয়েছে লালের স্পর্শ। গাড়ি দুটিতে হেড রেস্টে ডার্ক লোগো, স্টিল ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড, এবং পিয়ানো ব্ল্যাক কালারের স্টিয়ারিং হুইলের দেখা মিলেছে।

উভয় মডেলের ফিচারের তালিকায় রয়েছে ৬টি ভাষাতে ২০০-র বেশি ভয়েস কমান্ড, মেমোরি এবং ওয়েলকাম ফাংশন সহ ৬-ওয়ে অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ৩৬০ ডিগ্রি সারাউন্ড ভিউ সিস্টেম, একটি নতুন ১৭.৭৮ সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং একটি ২৬.০৩ সেমি HARMAN টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট স্ক্রিন। উপরিউক্ত ফিচারগুলি ছাড়াও সাফারিতে রয়েছে ৪-ওয়ে পাওয়ার্ড কো-ড্রাইভার সি, যা ইলেকট্রিক বোস মোড এবং সানরুফ মোড লাইটিং সমৃদ্ধ।

Nexon Dark হাইলাইট

নেক্সন ডার্ক এডিশনটি নতুন সাফারি এবং হ্যারিয়ারের মতো এক্সটেরিয়ে তুন বোল্ড ওবেরন ব্ল্যাক কালার অপশন এবং জিরকন রেড রঙের ফ্রন্ট গ্রিল পেয়েছে। আবার এর অন্দরমহলটিও কার্নেলিয়ান রেড থিম, লেদারেট সিট, স্টিল ব্ল্যাক ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং হইল, কনসোলে ও ডোরে রেড অ্যাকসেন্ট দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে।

Safari, Harrier ও Nexon Dark Edition দাম

পেট্রোল ইঞ্জিন সমেত নেক্সন ডার্ক এডিশনটির দাম ১২.৩৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। যেখানে ডিজেল ভ্যারিয়েন্টটি কিনতে ১৩.৭০ লক্ষ টাকা খরচ পড়বে। এদিকে কেবলমাত্র ডিজেল ভ্যারিয়েন্টে উপলব্ধ হ্যারিয়ার ডার্ক এডিশনের মূল্য ২১.৭৭ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। আবার সাত এবং ছয় আসন বিশিষ্ট সাফারির ডিজেল ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২২.৬১ লক্ষ টাকা ও ২২.৭১ লক্ষ টাকা রাখা হয়েছে। এগুলি এক্স-শোরুম প্রাইস।