নতুন বছর থেকেই খসবে অতিরিক্ত টাকা, গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল Tata Motors

নতুন বছর থেকে প্রায় প্রতিটি গাড়ি সংস্থা তাদের সমস্ত মডেলের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। এবারে দেশের অটোকার জায়ান্ট টাটা মোটরস (Tata Motors) সে পথের পথিক হতে চলেছে। জানুয়ারি ২০২৩ থেকে টাটার সমস্ত বাণিজ্যিক গাড়ির ২ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। তবে মডেল এবং ভ্যারিয়েন্ট বিশেষে এই মূল্যবৃদ্ধির পরিমাণ আলাদা হবে।

এই মূল্য বৃদ্ধির জন্য বর্ধিত কাঁচামালের খরচকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সংস্থা। যে কারণে ক্রেতাদের কাঁধে তার কিয়দংশ চাপানো হয়েছে বলে সাফাই টাটার। এদিকে কেবলমাত্র কমার্শিয়াল ভেহিকেলের দর বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও সংস্থার প্যাসেঞ্জার কারের বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
তবে সূত্রের খবর, যাত্রী গাড়ির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেবে টাটা

এই প্রসঙ্গে টাটা মোটরসের ম্যানেজিং ডিরেক্টর (প্যাসেঞ্জার ভেহিকেল ও ইলেকট্রিক ভেহিকেল) শৈলেশ চন্দ্র বলেছেন, কোম্পানি গাড়ির দাম বাড়ানোর কথা ভাবছে। যার মধ্যে পেট্রোল এবং ইলেকট্রিক – উভয় মডেল রয়েছে বলে তিনি জানান। এই মূল্য বৃদ্ধির কারণ হিসেবে এপ্রিল মাস থেকে দেশ জুড়ে কার্যকর হতে চলা বিএস৬ নির্গমন বিধির দ্বিতীয় পর্যায়কে দায়ী করা হয়েছে। তাই সে দিক থেকে বলা যায়, টাটার সকল যাত্রী গাড়ি মহার্ঘ হয়ে ওঠা কেবল সময়ের অপেক্ষা।

এদিকে নভেম্বর মাসে গাড়ির বিক্রিবাটা হাসি ফুটিয়েছে টাটা মোটরস (Tata Motors)-এর মুখে। গত মাসে তাদের ৭৫,৪৭৮টি গাড়ি বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, ২০২১-এর ওই মাসে বেচাকেনার সংখ্যা ছিল ৬১,১৯২। ফলে এবারের বিক্রিতে ২১% উত্থান নজরে পড়েছে। এদিকে দেশের বাজারে গত মাসে তাদের ৭৩,৪৬৭টি প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ি বিক্রি হয়েছে টাটার। গত বছরের নভেম্বরের চেয়ে যা ১৫,৩৯৪ ইউনিট বেশি।