ব্যবহারকারীদের প্রবল আপত্তি, হোয়াটসঅ্যাপ ফেরত আনছে এই প্রয়োজনীয় ফিচার

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রায়ই তাদের ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে। আবার কখনও কখনও কোনো ফিচার অপ্রয়োজনীয় মনে হলে তাকে সরিয়েও দেয়। যেমন কিছুদিন আগে কোম্পানি তাদের অ্যাপ থেকে ক্যামেরা আইকন সরিয়ে দিয়েছিল। এর পরিবর্তে WhatsApp ‘মেসেঞ্জার রুম’ শর্টকাট ফিচার এনেছিল। তবে কোম্পানি ফের ক্যামেরা আইকন ফেরত আনার সিধান্ত নিয়েছে।

ব্যবহারকারীরা প্রবল অসন্তোষ প্রকাশ করায় কোম্পানি ক্যামেরা আইকন ফেরানোর কাজ শুরু করেছে। যদিও আগে বিটা ভার্সনে এই আইকনটি ফিরবে। এরপর মূল ভার্সনে ক্যামেরা আইকন উপলব্ধ হবে। অ্যান্ড্রয়েডের নতুন বিটা ভার্সন ২.২০.১৯৪.১ আপডেটে ক্যামেরা আইকন কে দেখা গেছে। WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী নতুন বিটা আপডেটের হোয়াটসঅ্যাপের চ্যাট শেয়ার শীটে ফের ক্যামেরা আইকনের দেখা মিলেছে।

প্রসঙ্গত মেসেঞ্জার রুম শর্টকাটের সাহায্যে আপনি ৫০ জনের সাথে একসাথে ভিডিও চ্যাটিং করতে পারবেন। এটি সর্বপ্রথম ফেসবুক মেসেঞ্জারে আনা হয়েছিল। তবে এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যারা ফেসবুকে যুক্ত নন তারাও এই ফিচারটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপে অ্যাটাচ ফাইল সেকশনে দেওয়া হয়েছে।

বিটা ব্যবহারকারীদের জন্য এই নতুন আইকন চ্যাট উইন্ডোর ফাইল অ্যাটাচ সেকশনে পেয়ে যাবেন এবং এটি ডকুমেন্ট এবং গ্যালারি আইকনের মাঝখানে দেওয়া থাকবে। এই আইকনটি যুক্ত করা হয়েছে আগে থাকা ক্যামেরা আইকনকে সরিয়ে দিয়ে। এই শর্টকাটটি গ্রুপ চ্যাট এবং কল ট্যাবে দেখা যাবে।

ভয়েস ও ভিডিও কল অপশনের সাথে এই নতুন মেসেঞ্জার রুম ফিচারটি হোয়াটসঅ্যাপকে করে তুলেছে আরো আকর্ষণীয়।। এই আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি একটি অপশন পেয়ে যাবেন ‘ Create a room ‘ । এই অপশনটি হোয়াটসঅ্যাপে থাকা কল ফিচার থেকে সম্পূর্ণরূপে আলাদা এবং এটি আপনাকে সরাসরি পাঠিয়ে দেবে মেসেঞ্জারের কনফারেন্সিং সার্ভিসে। সাধারণভাবে আপনারা এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একসাথে আটজনের সঙ্গে গ্রুপ ভিডিও কলিং করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *