Maruti-র পথেই হাঁটতে চলছে Tata Motors, নতুন বছর থেকেই বাড়াবে সমস্ত গাড়ির দাম

২০২৩-এ যারা গাড়ি কিনবেন বলে মনস্থির করে রেখেছেন, তাঁদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে অটোমোবাইল সংস্থাগুলির মূল্য বৃদ্ধির ঘোষণা। ক’দিন আগেই মারুতির তরফে জানুয়ারি থেকে তাদের বিভিন্ন মডেলের দাম বৃদ্ধির ঘোষণা এসেছে। যার নেপথ্যে কাঁচামালের খরচ বেড়ে যাওয়ার শিখন্ডী খাড়া করছে। এবার সেই পথের পথিক হতে পারে টাটা মোটরস (Tata Motors)-ও। নতুন বছরের শুরুতে তারাও নতুন মূল্যের তালিকা প্রকাশ করতে চলেছেন বলে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন টাটা মোটরসের ম্যানেজিং ডিরেক্টর (প্যাসেঞ্জার ভেহিকেল ও ইলেকট্রিক ভেহিকেল) শৈলেশ চন্দ্র।

টাটার এই দরবৃদ্ধির কারণ হিসেবে বিভিন্ন যন্ত্রাংশের খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ২০২৩-এর ১ এপ্রিল থেকে দেশ জুড়ে কঠিনতর নির্গমন বিধি কার্যকর হতে চলাকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এই প্রসঙ্গে শৈলেশ চন্দ্র জানান, “দ্রব্যমূল্য হ্রাসের প্রকৃত প্রভাব শুধুমাত্র পরবর্তী ত্রৈমাসিক থেকে আসতে চলেছে এবং সারা বছর ধরেই আমরা খরচ বেড়ে যাওয়ার প্রভাব প্রত্যক্ষ করেছি।”

গাড়ির দাম বাড়ানোর ওর একটি কারণ হিসাবে শৈলেশ চন্দ্র বলেন, গাড়ির অন্যতম সরঞ্জাম ব্যাটারির মূল্যও বেড়েছে। তবে তার পরিমাণ কতটা সে বিষয়টি খোলসা করেননি তিনি। তাঁর কথায়, “ব্যাটারির দাম এবং নতুন বিধি বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও প্রভাব বিস্তার করেছে।” তবে মূল্য বৃদ্ধির পরিমাণ কতটা তা সঠিক সময়ে জানানো হবে বলে মন্তব্য করেন চন্দ্র।

প্রসঙ্গত, বর্তমানে টাটার ঝুলিতে রয়েছে Punch, Nexon, Harrier ও Safari। এর পাশাপাশি বৈদ্যুতিক মডেলের মধ্যে Nexon EV, Tigor EV ও Tiago EV বর্তমান। এদিকে ১ এপ্রিল, ২০২৩ থেকে লাগু হতে চলা নতুন রেগুলেটরি বিধির প্রসঙ্গে বললে, এই ব্যবস্থা ফলে প্রতিটি গাড়িতে নিজস্ব ডায়াগনস্টিক একটি ডিভাইস থাকবে। যা প্রতি মুহূর্তে নির্গত দূষণের মাত্রা হিসেব রাখবে।